Bangla Lyricschere-jeona-lyrics-tanveer-evanTanveer Evan
Chere Jeona Lyrics (ছেঁড়ে যেয়োনা) Tanveer Evan | Oviman
Chere Jeona Lyrics (ছেঁড়ে যেয়োনা) Tanveer Evan | Oviman
Chere Jeona Lyrics Is Bangla Best Friend Natok Song. This Song Is Sung By Tanveer Evan.This Song Lyrics & Tune Created By Tanveer Evan.
Song Dtails
Song : Chere Jeona – Oviman
Singer: Tanveer Evan
Lyrics and tune: Tanveer Evan
Music Composition: Piran Khan
Guitar: Amrick Das Gupta
Flute: Rahul Sarker Shuvo
Drama : Best Friend 3
Label : Tanveer Evan
Chere Jeona Lyrics By Tanveer Evan
ছেড়ে যেওনা, ছেঁড়ে যেয়োনা
কি করি বলো, তুমি হিনা?
আমি পারিনি তোমাকে
আপন করে রাখতে,
আমি পারিনি তোমাকে
আবার আমার করে রাখতে।
তুমি বুঝনি, আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসনি?
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি।
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে,
তুমি বুঝনি, বুঝনি।
কখনো যদি, আনমনে চেয়ে
আকাশের পানে আমাকে খুঁজো,
কখনো যদি, হঠাৎ এসে
জড়িয়ে ধরে বলো ভালোবাসো।
আমি প্রতি রাত, হ্যাঁ প্রতিক্ষণ
খুব অজানায় কত অভিনয়,
করে বসি তোমায় ভেবে।
আমার অযথা সব লেখা গান
সব শুনে মন করে উচাটন,
তুমি বোঝোনি কেন আমাকে?
তুমি বুঝনি, আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসনি?
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি।
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে,
তুমি বুঝোনি, বুঝোনি।
ছেড়ে যেওনা, ছেঁড়ে যেয়োনা
কি করি বলো, তুমি হিনা?
ছেঁড়ে যেয়োনা লিরিক্স – অভিমান
Chere Jeyona Chere Jeona
Ki kori bolo tumi hina
Ami Parini Tomake apon kore rakte
Ami parini tumake abar
Amar kore rakte
Chere jeo na chere jeyo na
Ki kori bolo tumi hina.