Bangla Lyrics

Khamokha Lyrics (খামোখা) Rishi Panda

Khamokha Lyrics (খামোখা) Rishi Panda

Khamokha Lyrics By Rishi Panda

Khamokha Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Rishi Panda. Music Created by Rishi Panda. This Song’s Lyrics and Tune were Created By Rishi Panda.

খামোখা গানের লিরিক্স। গানটি গেয়েছেন ঋষি পান্ডা। মিউজিক তৈরি করেছেন ঋষি পান্ডা। গানটির কথা ও সুর করেছেন ঋষি পান্ডা।

Song Details
Song: Khamokha – খামোখা
Singer: Rishi Panda – ঋষি পান্ডা
Lyrics: Rishi Panda – ঋষি পান্ডা
Music Compose by: Rishi Panda – ঋষি পান্ডা
Music Label: Rishi Panda
Khamokha Song Lyrics in Bengali

দেখো খামোখা কত ঝগড়া হলো
শুধু অযথা দিন খরচা হলো
এ শহরের কোলাহলের
গান বানাতে তুমি পারো
রাগ ভাঙানো কোন রাতে
মনে কোরো
সেই ডিসেম্বরে শীতের রাতে
একসাথে গোপনে
প্রতি শুক্রবার পাড়ায় দেখা
শুধু দুজনে
ভালো লাগে না বিকেল বেলা
হাঁটতে একাকী
আলো জ্বালে না সন্ধ্যে বেলা
কোনো জোনাকি।
এই ভিতু মনে সংশয়
শীত, গ্রীষ্ম, বর্ষায়
ক্যাফেতে হাতে হাত
সেই বৃষ্টি ধোয়া রাত
হতো গল্প সব অজানা
রোজ নতুন বাহানা
আমার সাপ্তাহিক জামা
করতে না প্রতিবাদ।
শেষ বাসের টিকিটে
শেষ সিগারেটে
হারাতাম অন্য ঠিকানায়।
সেই নিয়ন মিছিলে
আলো ছায়া খুঁজে নিয়ে
দুটি প্রাণী একা অজানায়।
তবু কেন খামোখা
এত ঝগড়া হলো
শুধু অযথা দিন খরচা হলো।
এ শহরের কোলাহলের
গান বানাতে তুমি পারো
রাগ ভাঙানো কোন রাতে
মনে কোরো।
সেই ডিসেম্বরে শীতের রাতে
একসাথে গোপনে
প্রতি শুক্রবার পাড়ায় দেখা
শুধু দুজনে
ভালো লাগে না বিকেল বেলা
হাঁটতে একাকী
আলো জ্বালে না সন্ধ্যে বেলা
কোনো জোনাকি।

খামোখা গানের লিরিক্স – ঋষি পান্ডা

Dekho khamokha koto jhogra holo
Shudhu ojotha din khorcha holo
E shohorer kolaholer
Gaan banate tumi paro
Raag vangano kono raate mone koro
Sei dicember-e sheet-er raate
Eksathe gopone
Proti shukrobar paray dekha
Shudhu dujone
Valo laage na bikel bela
Haatte ekaki
Aalo jwale na sondhey bela
Kono jonaki
Ei bhitu mone songshoy
Sheet grisho borshay
Cafe-te haate haat
Sei brishti dhowa raat
Hoto golpo sob ojana
Rooj notun bahana
Amar saptahik jama
Korte na pratibaad
Sesh bus er ticket e
Sesh cigarette e
Haratam onno thikanay
Sei nion michile
Aalo chaya khuje niye
Duti praani eka ojanay.

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button