Bangla Lyrics
Bhijbo Bhalobasay Lyrics (ভিজবো ভালবাসায়) Pinto Ghosh
Bhijbo Bhalobasay Lyrics (ভিজবো ভালবাসায়) Pinto Ghosh
Bhijbo Bhalobasay Lyrics Is Bengali Song. This Song Is Sung By Pinto Ghosh.This Song Lyrics Created By Gazi Abdullah Al Mahmud.
Song Dtails
Song : Bhijbo Bhalobasay
Artist : Pinto Ghosh
Lyrics : Gazi Abdullah Al Mahmud
Music : Sahriar Rafat
Starring : Shawon & Toya
Label : Eagle Music
Bhijbo Bhalobasay Lyrics By Pinto Ghosh
আলো ছায়ার খেলায়
আলতো ভাবের দোলায়
মুঠো মুঠো সুখ নীরবে ছুঁয়ে যায়
বিপন্ন জীবন যে চায়
অবুঝ মোহ কি মায়ায়
কেঁপে কেঁপে উঠে শূন্য এ হৃদয়
হাওয়ায় ভেসে যাচ্ছি শেষে
ভিজবো ভালবাসায়
স্বপ্ন এসে বসবে পাশে
মাতবো প্রেম ও নেশায়
হাওয়ায় ভেসে যাচ্ছি শেষে
ভিজবো ভালবাসায়
স্বপ্ন এসে বসবে পাশে
মাতবো প্রেম ও নেশায়
মেঘের দল যাবো মিলে
হারাবো একটু আড়ালে
গুচ্ছ ফুলে নতুন ভুলে
জড়াবও হাতটা বাড়ালে
মেঘের দল যাবো মিলে
হারাবো একটু আড়ালে
গুচ্ছ ফুলে নতুন ভুলে
জড়াবও হাতটা বাড়ালে
হাওয়ায় ভেসে যাচ্ছি শেষে
ভিজবো ভালবাসায়
স্বপ্ন এসে বসবে পাশে
মাতবো প্রেম ও নেশায়
হাওয়ায় ভেসে যাচ্ছি শেষে
ভিজবো ভালবাসায়
স্বপ্ন এসে বসবে পাশে
মাতবো প্রেম ও নেশায়
বৃষ্টি ছলে কান্না এলে
হাসবো বুকেতে জড়ালে
নিঃস্ব হলেয় দুঃখ পেলে
খুজে নেবো মন পালালে
বৃষ্টি ছলে কান্না এলে
হাসবো বুকেতে জড়ালে
নিঃস্ব হলেয় দুঃখ পেলে
খুজে নেবো মন পালালে
হাওয়ায় ভেসে যাচ্ছি শেষে
ভিজবো ভালবাসায়
স্বপ্ন এসে বসবে পাশে
মাতবো প্রেম ও নেশায়
হাওয়ায় ভেসে যাচ্ছি শেষে
ভিজবো ভালবাসায়
স্বপ্ন এসে বসবে পাশে
মাতবো প্রেম ও নেশায়