Bangla Lyricsdakchi-pichu-tomay-barbar-lyricsMahtim ShakibMaroon
Dakchi Pichu Tomay Barbar Lyrics (ডাকছি পিছু তোমায় বারবার) Mahtim Shakib | Maroon
Dakchi Pichu Tomay Barbar Lyrics (ডাকছি পিছু তোমায় বারবার) Mahtim Shakib | Maroon
Dakchi Pichu Tomay Barbar Lyrics Is Bengali Maroon Natok Song.Cast : Afran Nisho & Mehazabien Chowdhury. This Song Is Sung By Mahtim Shakib.This Song Lyrics Created By Robiul Islam Jibon.
Song Dtails
Song: Dakchi Pichu Tomay Barbar
Drama: Maroon
Singer: Mahtim Shakib
Tune & Music: Shahriar Alam Marcell
Lyrics: Robiul Islam Jibon
Cast: Afran Nisho & Mehazabien Chowdhury
Label: Cd Choice
Dakchi Pichu Tomay Barbar Lyrics By Mahtim Shakib
মন তোমার কাছেই থাকছে
এক আকাশ স্বপ্ন আঁকছে
লিখে যাচ্ছে হাওয়ায় গল্প তোমার
মন তোমায় ছুঁতে চাইছে
রং মশালের গান গাইছে
সাড়া মিলছে আজও,
স্বল্প তোমার
তুমি আধেক করে তাকাও
ঠোঁটে আলতো আদর মাখাও
আর সন্ধ্যে নামার আগেই,
দেখাও আঁধার
কেন অল্প এসে হারাচ্ছো আবার
আমি ডাকছি পিছু তোমায় বারেবার
কেন অল্প এসে হারাচ্ছো আবার
আমি ডাকছি পিছু তোমায় বারবার
যেখানে যতদূরে যাই
থেকে যাও খুব খেয়ালে
যে কথা হয়নি বলা
লিখে যাই কোন দেয়ালে
রোজ তোমাকে গায়ে মাখছি
প্রিয় মায়ায় ধরে রাখছি
কবে অবুঝ আড়াল ভেঙে
রাখবে আবদার
কেন অল্প এসে হারাচ্ছো আবার
আমি ডাকছি পিছু তোমায় বারেবার
কেন অল্প এসে হারাচ্ছো আবার
আমি ডাকছি পিছু তোমায় বারবার
তোমাতে যাই ডুবে যাই
দিন কী রাত নিয়নে
কতটা ভাবছে হৃদয়
জানে তা মেঘ পিয়নে
রোজ তোমাকে গায়ে মাখছি
প্রিয় মায়ায় ধরে রাখছি
কবে অবুঝ আড়াল ভেঙে
রাখবে আবদার
কেন অল্প এসে হারাচ্ছো আবার
আমি ডাকছি পিছু তোমায় বারেবার
কেন অল্প এসে হারাচ্ছো আবার
আমি ডাকছি পিছু তোমায় বারবার
ডাকছি পিছু তোমায় বারবার লিরিক্স
Mon tomar kachei thakche
Ek akash swopno ankche
Likhe jachhe haway golpo tomar
Mon tomay chhutey chaichhe
Rong moshaler gaan gaiche
Sara milche aajo, swolpo tomar
Tumi adhek kore takao
Thonte aalto aador makhao
Ar sondhye namar agei dekhao andhar
Keno olpo eshe harachho abar
Ami dakchi pichu tomay barebar
Keno olpo eshe harachho abar
Ami dakchi pichu tomay barbar