Bangla Lyricsjokhn-nirobe-dure-lyricsRahul Dutta
Jokhn Nirobe Dure Lyrics (যখন নীরবে দূরে) Rahul Dutta
Jokhn Nirobe Dure Lyrics (যখন নীরবে দূরে) Rahul Dutta
Jokhn Nirobe Dure Lyrics Is Bengali Band Sohor Song. This Song Is Sung By Rahul Dutta.This Song Lyrics Created By Rahul Dutta.
Song Dtails
Song – Jokhon Nirobe Dure
Vocal – Rahul Dutta
Music Production – Atishay Jain
Guitar Design – Jakiruddin Khan
Mix & Master – Suraj Nag
Filmed By – Rohan Kumar Paul
Edit & Cc – Rohan Kumar Paul
Video Production – Bila Boy Entertainment
Channel Advisor – Rohan Kumar Paul
Jokhn Nirobe Dure Lyrics By Rahul Dutta
যখন নীরবে দূরে দাঁড়াও এসে
যেখানে পথ বেঁকেছে,
যখন নীরবে দূরে দাঁড়াও এসে
যেখানে পথ বেঁকেছে।
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে কি আবেশে দিশাহারা,
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে কি আবেশে দিশাহারা,
আমিও ছুটে যাই সে গভীরে
আমিও ধেয়ে যাই কি নিবিড়ে
তুমি কি মরীচিকা না ধ্রুবতারা
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে কি আবেশে দিশাহারা।
যখন রোদেরই কনা ধানেরই শিষে
বিছিয়ে দেয় রোদ্দুর,
যখন রোদেরই কনা ধানেরই শিষে
বিছিয়ে দেয় রোদ্দুর,
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে কি আবেশে দিশাহারা,
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে কি আবেশে দিশাহারা
আমিও ছুটে যাই সে দিগন্তে
আমিও ধেয়ে যাই কি আনন্দে
তুমি কি ভুলে যাওয়া কবিতারা।
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে কি আবেশে দিশাহারা।
যখন নীরবে দূরে লিরিক্স – রাহুল দত্তা
jokhon nirobe dure darau eshe
jekhane poth bekeche
tomay chute chauar muhuttora
ke jane ki abeshe disehara.