Bangla Lyrics

Kalo Ghorer Jochona Lyrics (কালো ঘরের জোছনা) Prottoy Heron | Shovon Roy

Kalo Ghorer Jochona Lyrics (কালো ঘরের জোছনা) Prottoy Heron | Shovon Roy


Kalo Ghorer Jochona Lyrics (কালো ঘরের জোছনা) Prottoy Heron | Shovon Roy  

Kalo Ghorer Jochona Lyrics Is Bengali Jibon 3 Drama Song.Cast: Prottoy Heron ,Makhnun Sultana Mahima.This Song Is Sung By Shovon Roy.This Song Lyrics Created By Shovon Roy.


Song Dtails

Song : Kalo Ghorer Jochona
Drama :Jibon 3
Voice,Lyric & Composition : Shovon Roy
Direction n’ Concept : Mabrur Rashid Bannah
Cinematographers : Ashik Aman
Edit n’ Color : Shamim Rahman
Cast: Prottoy Heron ,Makhnun Sultana Mahima.
Production :Niloy’s Production
Channel :Black Board Music

Kalo Ghorer Jochona Song Lyrics In Bangla

বিধাতা নিজ হাতে যেন 
গড়েছে তোমায়
আমি জানিনা কি করে
পাবো তোমায়,
বিধাতা নিজ হাতে যেন 
গড়েছে তোমায়
আমি জানিনা কি করে
পাবো তোমায়।

আমার স্বয়নে স্বপনে তুমি
কি করে বোঝাই তা কত দামী
শুধু একটু চোখের আড়াল হলে
স্তব্ধ হয় নিঃশ্বাস,
আমার এ কালো ঘরে তুমি জোছনা
সকালে ঘাসে থাকা শিশির কনা
তোমাতে আমি দেখি পুরো দুনিয়া
বেখেয়ালি মন তোমায় 
ছাড়া কিছু বোঝেনা,
আমার এ কালো ঘরে তুমি জোছনা
সকালে ঘাসে থাকা শিশির কনা
তোমাতে আমি দেখি পুরো দুনিয়া
বেখেয়ালি মন তোমায় 
ছাড়া কিছু বোঝেনা।

সব ছাড়িয়ে খুব যত্নে আগলে 
রাখবো তোমায়
চল না ঘুরি আজ দুজনে মিলে
 প্রজাপতির ডানায়
যাবো বহুদূর সীমানাহীন পথে
হাতে রেখে হাত
আমি বাসবো ভালো শত রঙে তোমায়
নানান বাহানায়,

আমার স্বয়নে স্বপনে তুমি
কি করে বোঝাই তা কত দামী
শুধু একটু চোখের আড়াল হলে
স্তব্ধ হয় নিঃশ্বাস
আমার এ কালো ঘরে তুমি জোছনা
সকালে ঘাসে থাকা শিশির কনা
তোমাতে আমি দেখি পুরো দুনিয়া
বেখেয়ালি মন তোমায় 
ছাড়া কিছু বোঝেনা,
আমার এ কালো ঘরে তুমি জোছনা
সকালে ঘাসে থাকা শিশির কনা
তোমাতে আমি দেখি পুরো দুনিয়া
বেখেয়ালি মন তোমায় 
ছাড়া কিছু বোঝেনা।

কালো ঘরের জোছনা লিরিক্স – শোভন রয়

bidhata nij hate jeno
goreche tomay
ami janina ki kore
pabo tomay

amar soyone sopone tumi
ki kore bojhay ta koto dami
sudhu ektu cokher aral hole
stobdo hoy nisshash

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button