Bangla LyricsSamz Vai
Hridoy Jole Jay Lyrics (হৃদয় জ্বলে যায়) Samz Vai Song
Hridoy Jole Jay Lyrics (হৃদয় জ্বলে যায়) Samz Vai Song

Hridoy Jole Jay Lyrics Is Bengali Sad Song. This Song Is Sung By Samz Vai.This Song Lyrics Created By Omar Faruk Farhan.
Song Dtails
Song : Hridoy Jole Jay
Singer : Samz Vai
Lyrics : Omar Faruk Farhan
Tune & Music : Rohan Raj
Direction & Camera : M H Raj
Color & Edit : Al- Amin Sheikh
Assist : Rafikul Islam
Label : D&M Entertainment
Hridoy Jole Jay Lyrics By Samz Vai
আমার মনটা পাগল এখন
কিছু ভালো লাগেনা
তোর মুখটা ছাড়া কারো
মুখে চোখে পড়ে না
আমার মনটা পাগল এখন
কিছু ভালো লাগেনা
তোর মুখটা ছাড়া কারো
মুখে চোখে পড়ে না
আমারে তুই কথা
দিয়ে কথা রাখলি না
ও আমারে তুই কথা
দিয়ে কথা রাখলি না
তোর কারনে ঘর ছাড়িয়া
সুখী তো হইল না
তোর কারনে ঘর ছাড়িয়া
সুখী তো হইল না
তোর জন্য গাধলাম মালা
করলাম প্রেমের চাষ
সেই তুই ফাকি দিয়া
করলি সর্বনাশ
তোর জন্য গাধলাম মালা
করলাম প্রেমের চাষ
সেই তুই ফাকি দিয়া
করলি সর্বনাশ
অন্যের বুকে মাথা রাখলি
এবুকে হাহাকার
ও অন্যের বুকে মাথা রাখলি
এবুকে হাহাকার
এমন শাস্তি কেনরে দিলি
কি ছিল দরকার
ও এমন শাস্তি কেনরে দিলি
কি ছিল দরকার
চোখের নিচে পড়ছে কালি
মরচে ধরেছে কলিজায়
সুখ শান্তি নিলি কেড়ে
হৃদয় টা জ্বলে যায়
চোখের নিচে পড়ছে কালি
মরচে ধরেছে কলিজায়
সুখ শান্তি নিলি কেড়ে
হৃদয় টা জ্বলে যায়
বন্ধুরে তুই এমন বেইমান
কেমন করে হলে
ও বন্ধুরে তুই এমন বেইমান
কেমন করে হলে
বুঝিনি তোর দুষ্ট বুদ্ধি
ছিল তলে তলে
হায়রে বুঝিনি তোর দুষ্ট
বুদ্ধি ছিল তলে তলে
হায়রে বুঝিনি তোর দুষ্ট
বুদ্ধি ছিল তলে তলে
বুঝিনি তোর দুষ্ট বুদ্ধি
ছিল তলে তলে
হৃদয় জ্বলে যায় লিরিক্স:
Amar monta pagol ekhon
kichu valo lagena
Tor mukhta chara karo
mukhe chokhe pore na
Amar monta pagol ekhon
kichu valo lagena
Tor mukhta chara karo
mukhe chokhe pore na
Amar tui kotha Diye
Kotha Rakhli na
o Amar tui kotha Diye
Kotha Rakhli na
Tor karone Ghor chariya
sukhi to goilo na
Tor karone Ghor chariya
sukhi to goilo na