Bangla Lyrics
Mombati Lyrics (মোমবাতি) Mohon Sharif Song
Mombati Lyrics (মোমবাতি) Mohon Sharif Song

Mombati Lyrics By Mohon Sharif
Mombati Lyrics Is Bengali Komola Rocket Movie Song.This Song Is Sung By Mohon Sharif.This Song Lyrics Created By Mohon Sharif.
Song Dtails
Song : Mombati – মোমবাতি
Singer : Mohon Sharif
Movie : Komola Rocket
Lyrics : Mohon Sharif
Music : Mohon Sharif
Mombati Song Lyrics In Bengali
ফুল যে গাছে ধরে সেদিকে তাকিয়ে,
বিশাল উচ্চতা ডিঙিয়ে লাফ দিয়ে বল ছিরে
আনো নাহলে যাব ছেড়ে
কোনো সাড়া ছাড়া দরজার হাতল চেপে,
চট করে মুচড়ে দিয়ে আমাকে দেখে বল যাবে?
নাকি নিয়ে যাব “তাকে” সাথে?
খপ করে আমার ঘাড় টা ধরে,
নিজের কাছে টেনে নিতে
কি বাধা হয়ে দাড়িয়েছে?
না দেখেশুনে কিছু জানিয়ে
নিজে আড়ালে লুকালে,
আমাকে তুমি ডুবালে
আমি কার পিছে
নিজের জন্য যাব খেটে?
তোকে বলেছে যেতে কে?
অন্যের জন্য মোমবাতি
পানি তে না দিয়ে শুকাতে
ভুল করে তুমি একটা দিশলা হাতে,
চুলার আগুন টার কাছে যেতে গিয়ে গেলে পুড়ে
আমি না হলে জ্বলে যেতে
যত বাধা ছিল সবকটা ভেঙেচুরে,
কট করে ভাগ্যের ওপরে পারা রেখে
বাক্সটাকেই পেলে চুলারই নাগালে
খপ করে লুফে নিয়ে আগুনে
নিজে না শুধু সব কাঠিকে ধরিয়ে দিয়ে জ্বালালে
না ভেবে বুঝে তুমি নিজেকে
শরীর থেকে ছুটালে
আমাকে তুমি ডুবালে
আমি কার পিছে
নিজের জন্য যাব খেটে?
তোকে বলেছে যেতে কে?
অন্যের জন্য মোমবাতি
পানি তে না দিয়ে শুকাতে
মোমবাতি লিরিক্স – মোহন শরিফ
ful je gache dhore sedike takie
bishal ucchota dingiye laf die bol chire
ano na hole jabo chere