Bangla Lyrics
Sekhaney Lyrics (সেখানে) Rishi Panda Song
Sekhaney Lyrics (সেখানে) Rishi Panda Song

Sekhaney Lyrics By Rishi Panda
Sekhaney Lyrics Is Bangla Song.This Song Is Sung By Rishi Panda.This Song Lyrics Created By Shankhadip Paria.
Song Dtails
Song: Sekhaney | সেখানে
Singer: Rishi Panda
Music: Rishi Panda
Lyrics: Shankhadip Paria
Illustration & Animation: Rishi Panda
Label: Rishi Panda
Sekhaney Song Lyrics In Bengali
আগুন আলোয়, পুড়িয়ে সময়
গোধূলি রং, মাখিয়ে ধুলোয়
আমি দাঁড়িয়ে যেখানে
তোমায় গান শোনাতাম
শুধু দাঁড়িয়ে যেখানে
তোমায় গান শোনাতাম
ছোঁয়ায় সেই হাত, চেনা রাস্তায়
লুকিয়ে বলা, আগোছালো ভয়
ফুরোনো গানে, বন্দী চেনা নাম
হাত বাড়িয়ে সেখানে
ধুলো রং চেনাতাম
আর দাঁড়িয়ে সেখানে
তোমায় গান শোনাতাম
ক্লান্ত বিকেল বোবা জলসায়
অকাল সন্ধ্যা দেয়াল ভরায়
শুকোনো মেঘের সঙ্গী ছেঁড়া খাম
সুর হারিয়ে সেখানে
অভিমান জমাতাম
তবু দাঁড়িয়ে সেখানে
তোমায় গান শোনাতাম
সেখানে লিরিক্স
Agun aloy, puriye somoy
Godhuli rong, makhiye dhuloy
Ami dariye sekhane
Tomay gan sonatam
Sudhu dariye jakhane
Tomay gan sonatam
Choy sei hat, cena rastay
Lukiye bola, agochalo bhoy
Phurono gane, bondi cena nam
Hat bariye sekhane
Tomay gan sonatm
Kelanto bikel boba jolsay
Akal sandha deyal bharay
Sukno megher sangi chera kham
Sur hariye sekhane
Obhiman jomatam
Tobu dariye sekhane
Tomay gan sonatam