Bangla Lyricsodhikar-lyrics-
Odhikar Lyrics (অধিকার) Rubel Khandokar | Opu Va
Odhikar Lyrics (অধিকার) Rubel Khandokar | Opu Vai

Odhikar Lyrics By Rubel Khandokar
Odhikar Lyrics Is Bangla mp3 Sad Song.Cast : Opu Vai , Neha Akter & Aanfi Sinha.This Song Is Sung By Samz Vai.This Song Lyrics Created By Snahashish Ghosh.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা এবং ইংলিশ গানের লিরিক্স এবং বাংলা মুভির প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song : Odhikar | অধিকার
Singer : Rubel Khandokar
Story & Direction : Raju Ahmmad
Lyrics Tune – Rubel Khandokar
Music – wahed Shahin
Production – Raj Films
Odhikar Song Lyrics In Bengali
রাখছি বেশি নজরদারি
কেউ নাহ করে তোমায় চুরি
পাহারাদার হলাম তোমার
আঠার মতো লেগে থাকি।
চোখের আড়াল হলে
তুমি কি জানি কি একাই খুঁজি
শহর জুড়ে গুঞ্জন শুনি
সবখানেতেই শুধু তুমি।
ভুল হবে কিছু আমার
ভুল করার আছে অধিকার
ভেতরটাকে কে বোঝাবে
যদি তোমার কিছু হয়ে যায়
ভুল হবে কিছু আমার
ভুল করার আছে অধিকার।
সব কটা দিন লাগছে রঙিন
এমন কখনো হয় নি আমার
অগোছালো এই আমি
সব শেখালে এসে তুমি।
তোমার ভেতর আমার এ দু প্রাণ
মুখ লুকিয়ে রাখো তোমার দেখবো
সুদু কক্ষ কক্ষ দু খানি
আঙ্গুল ধরে টানছি দেখো
ইশারা তে ও বায়না করি।
ভুল হবে কিছু আমার
ভুল করার আছে অধিকার
ভেতরটাকে কে বোঝাবে
যদি তোমার কিছু হয়ে যায়
ভুল হবে কিছু আমার
ভুল করার আছে অধিকার।
ভেতরটাকে কে বোঝাবে
যদি তোমার কিছু হয়ে যায়।
অধিকার লিরিক্স
rakhchi beshi nojordari
keu nah kore tomay churi
paharadar holam tomar
athar moto lege thaki