Bangla Lyrics

Tumi Ashe Pashe Thakle Lyrics Bangla (তুমি আশেপাশে থাকলে) Monali Thakur

Tumi Ashe Pashe Thakle Lyrics Bangla (তুমি আশেপাশে থাকলে) Monali Thakur


Tumi Ashe Pashe Thakle Lyrics Bangla (তুমি আশেপাশে থাকলে) Monali Thakur  

Tumi Ashe Pashe Thakle Lyrics By Monali Thakur And Nakash Aziz

Tumi Ashe Pashe Thakle Lyrics Is Bangla Parbona Ami Chartey Tokey Movie Song.This Song Is Sung By Monali Thakur And Nakash Aziz.This Song Lyrics Created By Prasen.


Song Dtails

Song: Tumi Ashe Pashe Thakle
Film: Parbona Ami Chartey Tokey
Starring: Bonny Sengupta, Koushani Mukherjee
Singers: Nakash Aziz, Monali Thakur
Lyrics: Prasen
Music: Indraadip Dasgupta

Tumi Ashe Pashe Thakle Bangla Lyrics

তুমি আশে পাশে থাকলে
তুমি আশেপাশে থাকলে
কত খুশি খুশি থাকছি
আর যাচ্ছি ভুলে আমি, কে কোথায়
তুমি অল্পস্বল্প চাইলে
আরও একটু বেশি থাকছি
আর খামখেয়ালী আঁকছি সারা গায়
এই দিন যদি না থামে
এই রাত যদি না শেষ হয়
তুমি নীলচে কোন খামে
আমায় মোড়ালে বেশ হয়
পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়
হায় হায়
তুমি আশেপাশে থাকলে
কত খুশি খুশি থাকছি
আর যাচ্ছি ভুলে আমি, কে কোথায়
তুমি অল্পস্বল্প চাইলে
আরও একটু বেশি থাকছি
আর খামখেয়ালী আঁকছি সারা গায়
[চাঁদ উঠেছে, ফুল ফুটেছে
কদম তলায় কে
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামনির বে (বিয়ে)]
মিলছে ইশারা, মিলছে নিশানা
দিশাহীন এই অবাক দুটো মনের
মিলছে ইশারা, মিলছে নিশানা
দিশাহীন এই অবাক দুটো মনের
থাকতে কথা দাও, রাখতে কথা দাও
এভাবেই যেন যাই চলে দু’জনে
এই দিন যদি না থামে
এই রাত যদি না শেষ হয়
তুমি নীলচে কোন খামে
আমায় মোড়ালে বেশ হয়
পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়
হায় হায়
তুমি আশেপাশে থাকলে
কত খুশি খুশি থাকছি
আর যাচ্ছি ভুলে আমি, কে কোথায়
তুমি অল্পস্বল্প চাইলে
আরও একটু বেশি থাকছি
আর খামখেয়ালী আঁকছি সারা গায়
[চাঁদ উঠেছে, ফুল ফুটেছে
কদম তলায় কে
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামনির বে (বিয়ে)]
বলছে দুটো চোখ, হচ্ছে দেখা হোক
থেকো না আর চিন্তা চিন্তা মনে
আসবো বলেছি, ভালোবাসবো বলেছি
যেও না তুমি পালিয়ে গোপনে
এই দিন যদি না থামে
এই রাত যদি না শেষ হয়
তুমি নীলচে কোন খামে
আমায় মোড়ালে বেশ হয়
পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়
হায় হায়
তুমি আশেপাশে থাকলে
কত খুশি খুশি থাকছি
আর যাচ্ছি ভুলে আমি, কে কোথায়
তুমি অল্পস্বল্প চাইলে
আরও একটু বেশি থাকছি
আর খামখেয়ালী আঁকছি সারা গায়
তুমি আশেপাশে থাকলে লিরিক্স
Tumi Ashe Pashe Thakle
Koto khushi khushi thakchi
Ar jachchhi vule ami ke kothay
Tumi olpo solpo chaile
Aro ektu beshi thakchi
Ar khamkheyali ankchi sara gaye
Ei din jodi na thame
Ei raat jodi na shesh hoy
Tumi nilche kono khame
Amay morale besh hoy
Pore jachhi jeno tomari neshay
Haye haye
[Chand utheche ful futeche
Kodom tolay ke
Haati nachchhe Ghora nachchhe
Sonamonir biye

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button