Bangla Lyrics
Tumi Hasle Amar Thote Hasi Lyrics (তুমি হাসলে) Shreya Ghoshal
Tumi Hasle Amar Thote Hasi Lyrics (তুমি হাসলে) Shreya Ghoshal
Tumi Hasle Amar Thote Hasi Lyrics by Shreya Ghoshal
Tumi Hasle Amar Thote Hasi Lyrics Is Bangla Song. This Song Is Sung By Shreya Ghoshal. This Song Lyric was Created By Arko.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স এবং বাংলা মুভির প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Details
Song : Tumi Hasle Amar Thote Hasi – তুমি হাসলে
Singer : Shreya Ghoshal
Lyrics : Arko
Movie : Parineeta
Music Label : RCE Music
Tumi Hasle Amar Thote Hasi Lyrics In Bengali
প্রাণ দিতে চাই মন দিতে চাই
সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই
তোমাকে ও তোমাকে
স্বপ্ন সাজাই নিজেকে হারাই
দুটি নয়নে রোজ নিশুতে যাই
তোমাকে ও তোমাকে
জেনেও তোমার আঁখি
চুপ করে থাকে
রোজ দুইফোঁটা যেন
আরও ভালো লাগে
গানে অভিসারে
চাই শুধু বারে বারে
তোমাকে ও তোমাকে
যেদিন কানে কানে
সব বলবো তোমাকে
বুকের মাঝে জাপ্টে
জড়িয়ে ধরবো তোমাকে
পথ চেয়ে রই দেরি
করোনা যতই
আর ভোলা যাবেনা
জীবনে কখনোই
তোমাকে ও তোমাকে
তুমি হাসলে আমার ঠোঁটে হাসি
তুমি আসলে জোনাকি রাশি রাশি
রাখি আগলে তোমায় অনুরাগে
বলো কিভাবে বোঝাই ভালোবাসি
সব চিঠি সব কল্পনা জুড়ে
রং মিশে যায় রুক্ষ দুপুরে
সেই রং দিয়ে তোমাকে আঁকি
আর কিভাবে বোঝাই ভালোবাসি
হ্যাঁ প্রাণ দিতে চাই
মন দিতে চাই
সবটুকু ধ্যান
সারাক্ষন দিতে চাই
তোমাকে ও তোমাকে
স্বপ্ন সাজাই নিজেকে হারাই
আর দুটি নয়ন এ
রোজ নিশুতে যাই
তোমাকে ও তোমাকে
তুমি হাসলে লিরিক্স
Pran dite chai mon dite chai
Sob tuku dhan sarakhon dite chai
Tomake o tomake
Swapno sajai nijeke harai
Duti noyone roj nisute jai
Tomake o tomake
Jene o tomar ankhi
Chup kore thake
Roj dui fota jeno
Aro valo lage
Gane ovisare
chai sudhu bare bare
Tomake o tomake
Jedin kane kane
sob bolbo tomake
Buker majhe japte
joriye dhorbo tomake
Poth cheye roi deri
korona jotoi
Ar vola jabena
jibone kokhonoi
Tomake O tomake
Tumi hasle amar thote hasi
Tumi asole jonaki rashi rashi
Rakhi agle tomay anurage
Bolo kivabe bojhai valobasi
Sob chiti sob kolpona jure
Rong mishe jay rukhu dupure
Sei rong diye tomake aki
Ar kivabe bojhai valobasi
Haa pran dite chai
mon dite chai
Sob tuku dhan
sarakhon dite chai
Tomake o Tomake
Swapno sajai nijeke harai
Ar duti noyon a
roj nisute jai
Tomake otomake