Bangla Lyrics

Bilombit Lyrics (বিলম্বিত) Tathagata | Insane

 Bilombit Lyrics (বিলম্বিত) Tathagata | Insane 

Bilombit Lyrics By Tathagata From Insane

Bilombit Lyrics Is Bangla Insane Short Film Song. This Song Is Sung By TathagataMusic Composed by Tathagata. This Song Lyric was Created By Tathagata.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Dtails
Song : Bilombit – বিলম্বিত
Short Film Name : Insane 
Vocal, Composition & Lyrics : Tathagata 
Music Arrangement : Saikat Mondal 
Mixing & Mastering : Dip Neogi 
Programming : Kamalesh Roy 
Music Video Edit : Dishani Das & Subhodip Manna 
Digital Art : Sneha Karar
Written & Directed By : Sneha Karar & Souranil Singha 
Produced By : Rabindranath Mitra 
Label : Godhuli 

Bilombit Song Lyrics In Bengali

এই রোদের পাশে ছায়া
ভীষণ দমকা জোলো হাওয়ায়
আজ তোমার ঘরে ঠান্ডা এলেও
ওদের ঘরে শীত
শুধু ঘুম পাড়াবো বলে
তোমায় ডাকছি আমি কোলে
শুধু ঘুম পাড়াবো বলে
তোমায় ডাকছি আমি কোলে। 
কানে কানে শুনিয়ে দিতে 
একটু বিলম্বিত,
তোমার কানে কানে শুনিয়ে দিতে 
একটু বিলম্বিত।
বলো এর বেশি কি চাওয়া
শুধু দু, একটা গান গাওয়া
বলো এর বেশি কি চাওয়া
শুধু দু, একটা গান গাওয়া,
তোমার ঐশ্বরীক তিনটে চোখের 
দূরত্ব কিঞ্চিৎ।
যদি গলায় পরি ফাঁসি
হেসে জাতিস্মরের হাসি
যদি গলায় পরি ফাঁসি
হেসে জাতিস্মরের হাসি
তুমি দুঃখ ভুলে রাত বিরেতে 
শুনিয়ো বিলম্বিত।
আরো শব্দ শোনা যাবে
হয়তো কয়েকটা দিন বাদে
সব পুরোনো সংবাদে
এই আদুরে জঞ্জাল
যদি মৃত্যুমুখী ফানুস
এই হাওয়ায় ভাসে তখন
যদি মৃত্যুমুখী ফানুস
এই হাওয়ায় ভাসে তখন
হয়তো কপাল জোরে 
দেখতে পারো 
তাদের সর্বনাশ।
আমার তোমায় ছোঁয়া বাকি
তোমার চোখের-মুখের আদল
তবু আঁকড়ে ধরে রাখি
তোমার ভেজা শাড়ির আঁচল
এই চায়ের কাপের চুমুক
একটু ঘুম হারিয়ে ঝিমুক
তার উত্তেজনায় মুহূর্তরা
হারায় দিকবিদিক
তাই তোমার মুখের আদল
আনে সংলাপেতে বদল
তাই তোমার মুখের আদল
আনে সংলাপেতে বদল
তখন সুযোগ বুঝে 
শুনিয়ো নাহয় একটু বিলম্বিত
তখন সুযোগ বুঝে 
শুনিয়ো নাহয় একটু বিলম্বিত
তখন সুযোগ বুঝে শুনিয়ো নাহয়
বিলম্বিত লিরিক্স – তথাগত

Ei roder pashe chaya
Vishon domka jwolo hawa
Aaj tomar ghore thanda eleo
Oder ghore shit
Shudhu ghum parabo bole
Tomay dakchi ami kole
Kane kane shuniye dite
Ektu bilombit
Bolo er beshi ki chaowa
Shudhu du ekta gaan gaowa
Tomar oishwarik tinte chokher
Durotto kinchit
Jodi golay pori fasi
Hete jatiswar er hasi
Tumi dukkho bhule raat birete
Shuniyo bilombit

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button