Bangla Lyrics
Tor Mone Ki Chay Allah Jaane Lyrics (তোর মনে কি চায়) Baul Sukumar
Tor Mone Ki Chay Allah Jaane Lyrics By Baul Sukumar
Tor Mone Ki Chay Allah Jaane Lyrics Is Bangla Song. This Song Is Sung By Baul Sukumar. Music Composed by Ankur Mahamud. This Song Lyric And Tune was Created By Salman Ahmed Suhag And Ehsan Rahi.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song: Tor Mone Ki Chay Allah Jaane – তোর মনে কি চায় আল্লাহ জানে
Singer: Baul Sukumar
Lyrics: Salman Ahmed Suhag
Tune: Ehsan Rahi
Music: Ankur Mahamud
Label: Eagle Music
Tor Mone Ki Chay Allah Jaane Song Lyrics In Bengali
কয়লা ধুইলে যায়না ময়লা
কয় গুরু জনে
তোর মনে কি চায়রে বন্ধু
আমার আল্লাহই জানে – ২ বার
একবার বলিস ভালোবাসিস
আবার বলিস না
একবার আমায় কাছে টানিস
আবার টানিস না – ২ বার
যারে তারে বিলাস রে মন
ভাব তোর জমে চলে
তোর মনে কি চায়রে বন্ধু
আমার আল্লাহই জানে – ২ বার
ছিলাম সবুজ প্রেমে অবুঝ
শিখাইলি সবকিছু
আন্ধার মতো আজও আমি
ঘুরি তোরই পিছু – ২ বার
তুই নির্দয়া ভুইলা রইলি
বিষের তীর বিন্ধায় মনে
তোর মনে কি চায়রে বন্ধু
আমার আল্লাহই জানে – ২ বার
কয়লা ধুইলে যায়না ময়লা
কয় গুরু জনে – ২ বার
তোর মনে কি চায়রে বন্ধু
আমার আল্লাহই জানে – ৫ বার
তোর মনে কি চায় আল্লাহ জানে লিরিক্স – বাউল সুকুমার
Koyla Dhuile Jayna Moyla
Koy Guru Jone
Tor Mone Ki Chayre Bondhu
Amar Allah-e Jane x2
Ekbar Bolis Valobasis
Abar Bolis Na
Ekbar Kase Tanis
Abar Tanis na x2