Bangla Lyrics
Jochna Snan Lyrics (জোছনা স্নান) Rockoholic
Jochna Snan Lyrics By Rockoholic
Jochna Snan Lyrics Is Bangla Song. This Song Is Sung By Rockoholic.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Jochna Snan Song Lyrics In Bengali
দু’হাত তুলে,জোছনায় স্নানে
তোমাকে জানাই আমন্ত্রণ
সিক্ত চোখে দেখব, শ্রাবণ মেঘের ছটা
জল রঙে রাঙিয়ে,তোমার মন।
জানালার ধারে,আলতো কুয়াশার চাদর
রইব তাকিয়ে,নির্বাক অবাক অপলক দৃষ্টিতে
আজ হারিয়ে যাক মন,অচিন মেঘের দেশে
কোলাহল আর,ব্যস্ততা শেষে
আজ হারিয়ে যাক মন,রুপ কথার গল্পে
দু’হাত বাড়িয়ে,জোছনা স্নানে
মাতাল চোখে,রইব তাকিয়ে
কোমল ঘাসের,দু’ফোটা জলে
হিমেল হাওয়ায়, ভাসব অবাধ্য হয়ে
ব্যস্ত নগরির,সব পিছুটান ভেঙ্গে
জানালার ধারে, আলতো কুয়াশার চাদর
রইব তাকিয়ে, নির্বাক অবাক অপলক দৃষ্টিতে
আজ হারিয়ে যাক মন, অচিন মেঘের দেশে
কোলাহল আর,ব্যস্ততা শেষে
আজ হারিয়ে যাক মন,রুপ কথার গল্পে
দু’হাত বাড়িয়ে,জোছনা স্নানে।
রঙ্গিন পলকে,কেন অশ্রু জল
আবেগী চোখে,আমি তাকিয়ে
বিষাদের দরজা ভেঙ্গে,উড়ে চলে যাই
দূর মেঘের দেশে
আজ হারিয়ে যাক মন,অচিন মেঘের দেশে
কোলাহল আর,ব্যস্ততা শেষে
আজ হারিয়ে যাক মন,রুপ কথার গল্পে
দু’হাত বাড়িয়ে, জোছনা স্নানে।
জোছনা স্নান গানের লিরিক্স
Du haat tule jochonay snane
Tomake janay amontron
Shikto cokhe dekhbo srabon megher chota
Jol ronge rangiye tomar mon
Janalr dhare alto kuashar chador
Roibo takiye nirbak obak opolok dristite
Ajj hariye jak mon achin megher deshe
Kolahol aar bestota seshe
Ajj hariye jak mon rup kothar golpe
Du haat bariye jhochna snane
Matal chokhe roibo takiye
Komol ghasher du futa jole
Himel haway bhasbo obaddho hoye
Besto nagorir sob pichutan venge
Janalr dhare alto kuashar chador
Roibo takiye nirbak obak opolok dristite
Ajj hariye jak mon achin megher deshe
Kolahol aar bestota seshe
Ajj hariye jak mon rup kothar golpe
Du haat bariye jhochna snane