Bangla Lyrics
Behisabi Mon Ta Lyrics (বেহিসাবী মনটা) Mekhla Dasgupta
Behisabi Mon Ta Lyrics By Mekhla Dasgupta
Behisabi Mon Ta Lyrics Is Bangla Song. This Song Is Sung By Mekhla Dasgupta. Music Composed by Indrani Mohinta. This Song Lyric was Created By Indrani Mohinta.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song Name : Behisabi Mon Ta – বেহিসাবী মনটা
Singer : Mekhla Dasgupta
Music And Lyrics : Indrani Mohinta
Music Arrangement : Amit – Ishan
Guitar : Raja Chowdhury
Flute : Ratul
Mix And Mastering : Amit Chatterjee
Video Edit : Subhajit Ruidas
Audio Label : World of Mekhla
Behisabi Mon Ta Song Lyrics In Bengali
বেহিসাবী মনটা, বেখেয়ালী মনটা
পেয়েছে নতুন মানে
স্বপ্ন শুরু হোক, স্বপ্ন শুরু হোক
আমার এই গানে।
চুপ কোন কথা নয়, শোনো বৃষ্টি সুর সাজায়
আজ তুমি এলে, এলো শ্রাবণ আবার
ভিজে যাক এই মন, সিক্ত এ স্বপণ
ভিজে যাক এই মন, সিক্ত এ স্বপণ
শুধু ডানা মেলে ছুঁতে চায় তোমাকে।
হাসনুহানা ঝরা এ রাত তোমারই
রাত তোমারই,
নীলচে রাতের গোপন
সে স্বপ্ন তোমারই
রাত তোমারই।
সাত রঙা রামধনুর নরম ছোঁয়া
শুধু তোমারই, আ আ
ভিজে হাওয়া মাখা রাত
এ মেঘ সরানো চাঁদ
ভিজে হাওয়া মাখা রাত
এ মেঘ সরানো চাঁদ
শুধু জানাতে চায়
তুমি শুধু আমার।
নীরব প্রতীক্ষার
সে অশ্রুঝরা রাত তোমারই
রাত তোমারই
মন তাও জানতো
আসবেই সে মায়াবী রাত আমার
রাত আমারই।
আজ সেই রাত,
হাওয়া বেপরোয়া আজ
শোনো না পিয়াসী কেকা, আ আ
আর নয় অভিমান, ঝরা পাতার গান
আর নয় অভিমান, ঝরা পাতার গান
শুধু সুরে সুরে হোক এ আলাপন।
চুপ কোন কথা নয়, শোনো বৃষ্টি সুর সাজায়
আজ তুমি এলে, এলো শ্রাবণ আবার
ভিজে যাক এই মন, সিক্ত এ স্বপণ
ভিজে যাক এই মন, সিক্ত এ স্বপণ
শুধু ডানা মেলে ছুঁতে চায় তোমাকে।
বেহিসাবী মনটা গানের লিরিক্স – মেখলা দাসগুপ্ত
Behishebi mon ta
bekheyali mon ta
Peyeche notun maane
Shopno shuru hok
shoipno shuru hok
Amar ei gaane
Chup kono kotha noy
shono bristi sur sajay
Aaj tumi ele elo shrabon abar
Vije jaak ei mon sikto e shopon
Shudhu daana mele
chutey chaay tomake
Hasnuhana jhora e raat tomari
Raat tomari
Nilche raater gopon
se shopno tomari
Raat tomari
Saat ronga ramdhanur
norom chowa
Shudhu tomari
Vije hawa makha raat
E megh sorano chand
Shudhu jante chaay
tumi shudhu amar
Nirob protikkhar
Se ashru jhora raat tomari
Mon taao janto
Ashbei se mayabi raat amari
Aaj sei raat
Hawa beporoya aaj
Shono na piyasi keka
Aar noy obhimaan jhora patar gaan
Shudhu sure sure hok e alapon.