Islamic Song

Jege Otho Mon Gojol Lyrics (জেগে ওঠো মন) Salman Sadi | Abir Hasan

Jege Otho Mon Gojol Lyrics (জেগে ওঠো মন) Salman Sadi | Abir Hasan 

Jege Otho Mon Gojol Lyrics By Salman Sadi And Abir Hasan

Jege Otho Mon Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Salman Sadi And Abir Hasan. This Song Lyric And Tune was Created By Imtiaz Masrur.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song : Jege Otho Mon – জেগে ওঠো মন
Singer : Salman Sadi & Abir Hasan
Lyric & Tune: Imtiaz Masrur
Record Label : Holy Tune Studio
Video Director : Faruq Tahir
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman

Jege Otho Mon Gojol Lyrics In Bengali

এমন করে যাচ্ছে কেটে
সময় গুলো আমার
কেন যে অচেতন
অলস আমার মন।
কাঁটে না পহর হতাশার
কেন যে অচেতন
অলস আমার মন
কাঁটে না পহর হতাশার।
জেগে ওঠো মন,জেগে ওঠো মন
কখন ছোড়েছে হাসনাহেনা
কর্মমুখী হও মেধা ও মনো নে
আলস্য জড়তাকে হাজার ঘৃণা (২ বার)
তুমি তো জানো না তোমার তুমি
শুতে পারো ঐ আসমান
তোমার পরশ পেয়ে তৃষিত হৃদয়
গেয়ে ওঠে প্রেরণার গান (২ বার)
তাই জেগে ওঠো মন,জেগে ওঠো মন
কখন ছোড়েছে হাসনাহেনা
কর্মমুখী হও মেধা ও মনো নে
আলস্য জড়তাকে হাজার ঘৃণা।
মুকুলিত ফুলের মতন
সাধনার আলোকিত পথে ছুটে চলো
হতাশার খুলো আবরণ (২ বার)
তাই জেগে ওঠো মন,জেগে ওঠো মন
কখন ছোড়েছে হাসনাহেনা
কর্মমুখী হও মেধা ও মনো নে
আলস্য জড়তাকে হাজার ঘৃণা।
মুখোশে মুখোশে আটা কপট মানুষ,
হৃদয়ের নেই বন্ধন
প্রেমের সুবাস মাখা তোমার হৃদয়
সত্যকে করবে বরণ (২ বার)
তাই জেগে ওঠো মন,জেগে ওঠো মন
কখন ছোড়েছে হাসনাহেনা
কর্মমুখী হও মেধা ও মনো নে
আলস্য জড়তাকে হাজার ঘৃণা।
জেগে ওঠো মন,জেগে ওঠো মন
কখন ছোড়েছে হাসনাহেনা
কর্মমুখী হও মেধা ও মনো নে
আলস্য জড়তাকে হাজার ঘৃণা।
জেগে ওঠো মন গজলের লিরিক্স

Emon kore jasche kete
Somoy gulo Amar
Ken je oceton
Alos Amar mon
Kate na pohor hotashar
Ken je oceton
Ken je oceton
Alos Amar mon
Kate na pohor hotashar
Jege otho mon ,Jege otho mon
Kokhon choreche hasna hena
Kormo mukhi hau medha o mono ne
Olosho jorota ke hajar ghrina.

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button