Islamic Song
Akash Kotha Bole Gojol Lyrics (আকাশ কথা বলে) Sayed Ahmad | Kalarab
Akash Kotha Bole Gojol Lyrics By Sayed Ahmad From Kalarab
Akash Kotha Bole Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Sayed Ahmad. Original Singer Ryad Haidar. This Song Lyric And Tune was Created By Ryad Haidar.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Akash Kotha Bole – আকাশ কথা বলে
Lyric,Tune & Original Singer : Ryad Haidar
Cover By : Sayed Ahmad
Record Label : Holy Tune
Sound Design : Mahfuz Alam
Video Director : Shahid Emtu
Edit & Color : Abu Bakar Siddik
Gfx : Iqbal Mahmud
Label: Sayed Ahmad
Akash Kotha Bole Gojol Lyrics In Bengali
আকাশ কথা বলে উদারতার
সাগর কথা বলে গভীরতার
ঝরনা কথা বলে চঞ্চলতার
মাটি কথা বলে প্রাঞ্জলতার
শিল্পী কথা বলে
সুরে সুরে গেয়ে চলে
বঞ্চিত মানবতা
ছলছল সুরে নদী এগিয়ে যাওয়ার গান গায়
বৃষ্টির বর্ষণে মমতার সুর শোনা যায়
নিঃস্বার্থতা শিখি বৃক্ষের ছায়ায় ছায়ায়
স্নিগ্ধতা খুঁজে পাই প্রভাতের হাওয়ায় হাওয়ায়
অগ্নি কথা বলে জ্বলে ওঠার
ঝঞ্ঝা কথা বলে দ্রুত ছোটার
পাহাড় কথা বলে অটলতার
পুষ্প কথা বলে ন্যায় সততার
শিল্পী কথা বলে
সুরে সুরে গেয়ে চলে
বঞ্চিত মানবতা
পিঁপড়ের কাছে শিখ অধ্যাবসায় সাধনা
মৌমাছি হতে নাও একতার অনুপ্রেরণা
সচেতনতার পাট নিতে পারো হরিণ থেকে
সহনশীলতা শিখ মরুর ঐ উষ্ট দেখে
চন্দ্র কথা বলে কোমলতার
বৃক্ষকথা বলে সজীবতার
দিবস কথা বলে উজ্জ্বলতার
রাত্রি কথা বলে নীরবতার
শিল্পী কথা বলে
সুরে সুরে গেয়ে চলে
বঞ্চিত মানবতা
আকাশ কথা বলে গজলের লিরিক্স – সাঈদ আহমাদ কলরব
akash kotha bole udarotar
sagor kotha bole govirotar
jhorna kotha bole choncholotar
mati kotha bole Pranjalatar
shelpi kotha bole
sure sure geye chole.