Islamic Song
Haquer Pothe Gojol Lyrics (হকের পথে) Erfanul Asad | Amir Hamza
Haquer Pothe Gojol Lyrics By Erfanul Asad And Amir Hamza
Haquer Pothe Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Erfanul Asad And Amir Hamza. This Song Lyric And Tune was Created By Amir Hamza Nirvik.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Haquer Pothe – হকের পথে
Singer : Erfanul Asad & Amir Hamza
Lyric & Tune : Amir Hamza Nirvik
Record Label : Tarana Records
Sound Design : Sheikh Sayed
Video Director : Abu Taher
GFX : Abu Taher
Label: Tarana
Haquer Pothe Gojol Lyrics In Bengali
হকের পথে ডাকছে তোমায়
দলে দলে আয় ছুটে আয়
হকের পথে ডাকছে তোমায়
দলে দলে আয় ছুটে আয়
হকের পথে ডাকছে তোমায়
দলে দলে আয় ছুটে আয়।
ডাকছে দেখো দীনের পথে
জাগতে হবে একি সাথে
ডাকছে দেখো দীনের পথে
জাগতে হবে একি সাথে।
নির্ভীক নির্ভীক আমরাই নির্ভীক
নির্ভীক নির্ভীক আল্লাহর সৈনিক
আল্লাহ ছাড়া করি নাকো ভঁয়।
হকের পথে ডাকছে তোমায়
দলে দলে আয় ছুটে আয়
হকের পথে ডাকছে তোমায়
দলে দলে আয় ছুটে আয়
হকের পথে ডাকছে তোমায়
দলে দলে আয় ছুটে আয়।
একদিন উড়বে পৃথিবীতে
ইসলামের পতাকা
উড়াও উড়াও নিশান উড়াও
আর নাই হতাশা।
একদিন উড়বে পৃথিবীতে
ইসলামের পতাকা
উড়াও উড়াও নিশান উড়াও
আর নাই হতাশা।
চলো চলো সামনে চলো
তুলো তুলো আওয়াজ তুলো
চলো চলো সামনে চলো
তুলো তুলো আওয়াজ তুলো।
ইনশাল্লাহ ইনশাল্লাহ
ইনশাল্লাহ ইনশাল্লাহ
আর নাই হতাশা ভঁয়।
হকের পথে ডাকছে তোমায়
দলে দলে আয় ছুটে আয়
হকের পথে ডাকছে তোমায়
দলে দলে আয় ছুটে আয়
হকের পথে ডাকছে তোমায়
দলে দলে আয় ছুটে আয়।
পৃথিবীর চারই দিকে চেয়ে দেখো
লাক্ষ লাক্ষ মুসলিম নির্যাতিত
জালিমদের এবার হঠাৎ হবে
মুসলিমদের বাঁচতে হবে।
পৃথিবীর চারই দিকে চেয়ে দেখো
লাক্ষ লাক্ষ মুসলিম নির্যাতিত
জালিমদের এবার হঠাৎ হবে
মুসলিমদের বাঁচতে হবে।
হবে হবে কায়েম হবে
ইসলাম একদিন বিজয় হবে
হবে হবে কায়েম হবে
ইসলাম একদিন বিজয় হবে
মুসলমানের এই মনের আশা
ইনশাল্লাহ সফল হবে।
হকের পথে ডাকছে তোমায়
দলে দলে আয় ছুটে আয়
হকের পথে ডাকছে তোমায়
দলে দলে আয় ছুটে আয়
হকের পথে ডাকছে তোমায়
দলে দলে আয় ছুটে আয়।
হকের পথে গজলের লিরিক্স
haquer pothe dakche tomai
dole dole aay chute aay
haquer pothe dakche tomai
dole dole aay chute aay
haquer pothe dakche tomai
dole dole aay chute aay.