Bangla Lyrics
Prem Olpo Solpo Lyrics (প্রেম অল্প স্বল্প) Imran | Kona
Prem Olpo Solpo Lyrics By Imran And Kona
Prem Olpo Solpo Lyrics Is Bangla Song. This Song Is Sung By Imran And Kona. Music Composed by Rezwan Sheikh. This Song Lyric And Tune was Created By M A Alam Shuvo And Rezwan Sheikh.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song : Prem Olpo Solpo – প্রেম অল্প স্বল্প
Drama Name : Prem Olpo Solpo
Singer : Imran And Kona
Lyrics : M A Alam Shuvo
Music And Tune : Rezwan Sheikh
Director : Mahmud Mahin
Label : Sultan Entertainment
Prem Olpo Solpo Song Lyrics In Bengali
তার চোখে মায়া নদী
আমায় ডুবতে দেয় যদি
থাকবো মরণ-অবধি এই ভাবে।
তার মিষ্টি গায়ে মেখে
আমি দেবো বুকে রেখে
আগলে রাখবো তাকে স্বভাবে।
অনুভবে মিশে রবে
সে শুধু আমার হবে
মনের চোখে দেখবো তাকে বারেবার
লুকোচুরি গল্প প্রেম অল্প স্বল্প তার
মিথ্যে নয় কোনো পাগলামি আমার।
রাত গড়িয়ে ভোর অপেক্ষার প্রহর
জানে এই শহর জানে
আমার চাওয়া কিসে বুঝিনা তো বসে
আড়ালে থাকার মানে।
অনুভবে মিশে রবে
সে শুধু আমার হবে
মনের চোখে দেখবো তাকে বারেবার
লুকোচুরি গল্প, প্রেম অল্প স্বল্প, তার
মিথ্যে নয় কোনো পাগলামি আমার।
গল্পে অন্য মোড়, স্বপ্নে তারই ঘোর
ঘুম আসে না তাই ভয়ে
তাকে দেখছি যত, কাছে টানছি তত
সে আছে কল্পনা হয়ে।
অনুভবে মিশে রবে
সে শুধু আমার হবে
মনের চোখে দেখবো তাকে বারেবার।
লুকোচুরি গল্প, প্রেম অল্প স্বল্প তার
মিথ্যে নয় কোনো পাগলামি আমার
লুকোচুরি গল্প, প্রেম অল্প স্বল্প তার
মিথ্যে নয় কোনো পাগলামি আমার।
প্রেম অল্প স্বল্প গানের লিরিক্স – ইমরান মাহমুদুল ও কণা
Tar chokhe maya nodi
AMay dubte dey jodi
Thakbo moron-obodhi eivabe
Taar misti gaaye mekhe
Ami debo buke rekhe
Aagle rakhbo taake sovabe
Anubhobe mishe robe
Se shudhu amar hobe
Moner chokhe dekhbo taake barebar
Lukochuri golpo prem alpo salpo taar
Mitthey noy kono paglami amar
Raat goriye bhor opekkhar prohor
Jaane ei shohor jaane
Amar chaowa kise bujhina toh bose
Arale thakar maane
Golpe onno mor shopne taari ghor
Ghum ashe na tai bhoye
Taake dekhchi joto kache tanchi toto
Se ache kolpona hoye
Anuvobe mishe robe
Se sudhu amar hobe
Moner chokhe dekhbo taake barebar.