Bangla Lyrics
Bibagi Phone Lyrics (বিবাগী ফোন) Anirban Bhattacharya | Dilkhush
Bibagi Phone Lyrics By Anirban Bhattacharya From Dilkhush
Bibagi Phone Lyrics Is Bangla Dilkhush Movie Song. This Song Is Sung By Anirban Bhattacharya. Music Composed by Nilayan Chatterjee. This Song Lyric was Created By Nilayan Chatterjee.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song Name : Bibagi Phone – বিবাগী ফোন
Film Name : Dilkhush
Singer : Anirban Bhattacharya
Music, Composition and Lyrics : Nilayan Chatterjee
Violins : Oindra Kr Dutta
Guitars and Bass : Sugato Palodhi
Keyboard : Soumyadeep Basak
Additional Vocals, Mix and Master : Subhadeep Pan
Directed by : Rahool Mukherjee
Label : SVF
Bibagi Phone Song Lyrics In Bengali
বিবাগী ফোন তোমাকে চায়
সব অজুহাত তোমাকে চায়
দেখা দেওয়া তোমারি দায়
বলো তোমায় পাবো কোথায়
বিবাগী ফোন তোমাকে চায়
সব অজুহাত তোমাকে চায়
দেখা দেওয়া তোমারই দায়
বলো তোমায় পাবো কোথায়
তোমাকে চায়
ওই একঘেঁয়ে ক্যাফে গিটারের সুর
কংক্রিট ভিড়
বিদ্রোহে জিতে যাওয়া সেই পুকুর
সবাই তোমাকে চায়,
বলো তোমায় পাবো কোথায়
বিবাগী ফোন তোমাকে চায়
সব অজুহাত তোমাকে চায়
দেখা দেওয়া তোমারি দায়
বলো তোমায় পাবো কোথায়
খুঁজি তোমায় ভোরের আলার্মে
সিনেমা হলের সিটের আড়ালে
গরম দিনের ঠান্ডা জলে
বা থাকো, সরকারী কোনো নোটিস খামে।
প্রথম ক্যাসেট, তোমাকে চায়
শেষ অসুখ তোমাকে চায়
কতবার ভেবেছি হায়
বলো তোমায় পাবো কোথায়
বিবাগী ফোন তোমাকে চায়
সব অজুহাত তোমাকে চায়
দেখা দেওয়া তোমারি দায়
বল তোমায় পাবো কোথায়
তোমাকে চায়
সে প্রথম ভালোলাগা প্রেমের গান
সবার চোখে
শুধু তোমায় খুঁজে পাওয়ার অভিযান
সবাই তোমাকে চায়
বলো তোমায় পাবো কোথায়
বিবাগী রোদ তোমাকে চায়
জোৎস্না রাত তোমাকে চায়
দেখা দেওয়া তোমারই দায়
বল তোমায় পাবো কোথায়
বিবাগী ফোন গানের লিরিক্স – অনির্বাণ ভট্টাচার্য – দিলখুশ
Bibagi phone tomake chaay
Sob ojuhaat tomake chaay
Dekha deowa tomari daay
Bolo tomay pabo kothay
TOmake chaay
Oi ekgheye cafe gitar er sur
Concrit bhir
Bidrohe jitey jaowa sei pukur
Sobai tomake chay
Bolo tomay pabo kothay
Khuji tomar bhorer alarm e
Cinema hall er sit er arale
Gorom dine thanda jole
Ba thako sorkari kono notice khame
Prothom casat tomake chaay
Shesh oshukh tomake chaay
Kotobar vebechi haay
Bolo tomay pabo kothay
Tomake chaay
Se prothom valo laga premer gaan
Sobar chokhe
Shudhu tomay khuje paowar obhijaan
Sobai tomake chay
Bolo tomay pabo kothay
Bibagi rod tomake chaay
Jotsna raat tomake chaay
Dekha dewa tomari daay
Bolo tomay pabo kothay.