Bangla Lyrics
Ek Jibane Lyrics (এক জীবনে) Subhamita Banerjee
Ek Jibane Lyrics By Subhamita Banerjee
Ek Jibane Lyrics Is Bangla Song. This Song Is Sung By Subhamita Banerjee. Music Composed by Nachiketa Chakraborty. This Song Lyric was Created By Nachiketa Chakraborty.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song : Ek Jibane – এক জীবনে
Singer : Subhamita Banerjee
Lyrics And Music : Nachiketa Chakraborty
Album : Moner Hodish
Label : Shemaroo Bengali Music
Ek Jibane Song Lyrics In Bengali
এক জীবনে না না হয়তো
নয় এক জীবনে
এক জীবনে না না হয়তো
নয় এক জীবনে
না যাবেনা তোমায় জানা
তুমি আকাশ অজানা
না যাবেনা তোমায় জানা
তুমি আকাশ অজানা
ঘুরে ঘুরে নানা সুরে নানা রঙে
এঁকে যাও মননে সঙ্গপনে।
এক জীবনে না না হয়তো
নয় এক জীবনে
এক জীবনে না না হয়তো
নয় এক জীবনে।
এক জীবনে যায় কি গোনা
আকাশ ভরা তারা
এক জীবনে যায় দেখা সব স্বপ্ন পাগলপারা।
এক জীবনে যায় কি গোনা
আকাশ ভরা তারা
এক জীবনে যায় দেখা সব স্বপ্ন পাগলপারা।
নাহ্ তবে কি ভুল স্বপ্ন রং ঝরা বকুল
নাহ্ তবে কি ভুল স্বপ্ন রং ঝরা বকুল
জানিনা কি স্রোতে ভেসে ভেসে
আজ হারানু নিজের ঠিকানা।
না যাবেনা তোমায় জানা
তুমি আকাশ অজানা
না যাবেনা তোমায় জানা
তুমি আকাশ অজানা
ঘুরে ঘুরে নানা সুরে নানা রঙে
এঁকে যাও মননে সঙ্গপনে।
এক জীবনে না না হয়তো
নয় এক জীবনে
এক জীবনে না না হয়তো
নয় এক জীবনে।
এক জীবনে যায় কি পাওয়া
চাই যা মনের মতন
এক জীবনে যায় কি দেওয়া
হৃদয় যখন তখন।
এক জীবনে যায় কি পাওয়া
চাই যা মনের মতন
এক জীবনে যায় কি দেওয়া
হৃদয় যখন তখন।
নাহ্ তবে কি ভুল
স্বপ্ন রং ঝরা বকুল
নাহ্ তবে কি ভুল
স্বপ্ন রং ঝরা বকুল
এ মন ব্যাকুলে ছাড়িয়ে দু কুল
হারাতে কোথায় মানা।
না যাবেনা তোমায় জানা
তুমি আকাশ অজানা
না যাবেনা তোমায় জানা
তুমি আকাশ অজানা
ঘুরে ঘুরে নানা সুরে নানা রঙে
এঁকে যাও মননে সঙ্গপনে।
এক জীবনে না না হয়তো
নয় এক জীবনে
এক জীবনে না না হয়তো
নয় এক জীবনে।
এক জীবনে গানের লিরিক্স
Ek jibone nana hoyto noy ek jibone
Na jabena tomay jana tumi akash ojana
Ghure ghure nana sure nana ronge
Eke jao monone songopone
Ek jibone jaay ki gona akash bhora tara
Ek jibone jaay dekha sob shopno pagolpara
Na tobe ki bhul shopno rong jhora bokul
Janina ki srote bhese bhese
Aaj haranu nijer thikana
Ek jibone jaay ki paowa
chai ja moner moton
Ek jibone jay ki deowa
hridoy jokhon tokhon.