Bangla Lyrics
Amare Eka Koira Lyrics (আমারে একা কইরা) Nowshin | Atif Ahmed Niloy

Amare Eka Koira Lyrics by Nowshin and Atif Ahmed Niloy
Amare Eka Koira Lyrics Is Bangla Sad Song. This Song Is Sung By Nowshin. Music Composed by Din Islam Sharukh. This Song Lyrics & Tune Created By Nowshin.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26.com এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song : Amare Eka Koira
Singer : NOWSHIN
Starring : NOWSHIN
Lyrics : NOWSHIN
Tune : NOWSHIN
Music : Din Islam Sharukh
DOP : Mohammad Mobarok
Edit & Color : Mohammad Mobarok
Light : Ariyan
Makeover : Jhumur
Production : Samsul Official
Label : Samsul Official
আমারে একা কইরা লিরিক্স – নওশীন
আমারে একা কইরা কই ঘুমাইয়া রইলিরে
তোর লাগিয়া মনটা আমার ভীষন পোড়া পোড়েরে
পৃথিবীতে তুই ছাড়া আপন আমার কেউ নাইরে
তোরে ছাড়া একলা আমি কেমনে ভাল থাকিরে
কথা ছিলো আমায় ছাইড়া কোন দিনো যাবি না
এমন ভালবাইসা গেলি ভুলতে তোরে পারি না
বইলা ছিলি বন্ধুরে তুই বানাইবি সুখের ঘর
সে ঘরেতে দুজন মিলে সাজাইব সংসার।
সবিই তো ঠিকি ছিলো, হঠাৎ একটা ঝড় এলো
সে ঝেড়েতে দুজনারে দু দিকে সরইয়া দিলো
ভাইঙ্গা গেলো সংসার আমার, চইলা গেলি কবরে
অই কবরে কবে যাবো, সেই দিন আমি গুনিরে।
আমারে একা কইরা কই ঘুমাইয়া রইলিরে
তোর লাগিয়া মনটা আমার ভীষন পোড়া পোড়েরে
পৃথিবীতে তুই ছাড়া আপন আমার কেউ নাইরে
তোরে ছাড়া একলা আমি কেমনে ভাল থাকিরে।
সবিই তো ঠিকি ছিলো, হঠাৎ একটা ঝড় এলো
সে ঝেড়েতে দুজনারে দু দিকে সরইয়া দিলো
ভাইঙ্গা গেলো সংসার আমার, চইলা গেলি কবরে
অই কবরে কবে যাবো, সেই দিন আমি গুনিরে।
আমারে একা কইরা কই ঘুমাইয়া রইলিরে
তোর লাগিয়া মনটা আমার ভীষন পোড়া পোড়েরে
পৃথিবীতে তুই ছাড়া আপন আমার কেউ নাইরে
তোরে ছাড়া একলা আমি কেমনে ভাল থাকিরে।
খোদার কাছে মোনাজাতে শুধু আমার দাবিরে
খোদা যেন ওই পারেতেতোর মুখ দেখায়রে
বিধি কেনো তোর আমার মরন, একসাথে দিলোনা
তোরে ছাড়া দুনিয়াতে বাইচা থাকা কষ্টরে।
আমারে একা কইরা কই ঘুমাইয়া রইলিরে
তোর লাগিয়া মনটা আমার ভীষন পোড়া পোড়েরে
পৃথিবীতে তুই ছাড়া আপন আমার কেউ নাইরে
তোরে ছাড়া একলা আমি কেমনে ভাল থাকিরে।
Amare Eka Koira Song Lyrics In Bengali
amare eka koira koi ghumaiya roilire
tor lagiya monta amar vison pora porere
prithibite tui chara apon amar kui naire
tore chara ekla ami kemne valo thakire
kotha chilo amay chaira kono dino jabi na
emon vhalobaisha geli vulte tore parina
boila chili bondhure tui banaibi sukher ghor
se ghorete dujon mile sajaibo songsar.
আমারে এক কয়রা গানটি গেয়েছেন নওশীন। সঙ্গীত পরিচালনা করেছেন দীন ইসলাম শারুখ। এই গানের কথা ও সুর তৈরি করেছেন নওশীন।