Bangla Lyrics
Amra Hoyto Lyrics (আমরা হয়তো) Ahmed Hasan Sunny

Amra Hoyto Lyrics By Ahmed Hasan Sunny
Amra Hoyto Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Ahmed Hasan Sunny. Music Arrangements By Jahid Nirob And Ahmed Hasan Sunny. This Song Lyrics was Created By Ahmed Hasan Sunny.
Song Details
Song: Amra Hoyto – আমরা হয়তো
Album: Lutpaat
Singer, Written and Composed by: Ahmed Hasan Sunny
Music Arrangements By : Jahid Nirob
Directed by: Ahmed Hasan Sunny
Shot By : Abu Raihan Tonmoy
Edited and Colored and CGI: Shahain Shaan
Produced By: Rollin Realms
আমরা হয়তো গানের লিরিক্স – আহমেদ হাসান সানি
মাঝে মাঝে মুখ ভরে থাকে হাসি
মাঝে মাঝে পায় ভীষণ কান্না
মাঝে মাঝে ভাবি এত কম কেনো প্রেম
মাঝে মাঝে ভাবি অনেক হয়েছে আর না।
হয়তো দাঁড়িয়ে আয়না তোমায় দেখে
হয়তো তখন দেখছো অন্য কিছু
হয়তো দাঁড়াও আয়না দেখার ছলে
আমি ছুটে যাই তোমার চোখের পিছু
আমি ছুটে যাই তোমার চোখের পিছু।
আকাশে জমে থাকে বিষন্ন মেঘ
পথে পথে পড়ে আছে জুঁই ফুল
আমরা হয়তো এসবের নই কিছু
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল।
মাঝে মাঝে ভাবি তুমি এলে হবো সুখি
মাঝে মাঝে ভাবি একলা থাকাই সুখ
দুঃখ ভাবতে কে চায় প্রিয়তমা
যেন ভাবনা এক মনের অসুখ
যেন ভাবনা এক মনের অসুখ।
সবাই খোঁজে একটা প্রিয় ঠিকানা
যেই ঠিকানার নিশানা নেই কোথাও
সব পাখি তবু ফিরে যায় নীড়ে
নীড় হারা তুমি কোন বেদনা উড়াও
নীড় হারা তুমি কোন বেদনা উড়াও
আকাশে জমে থাকে বিষন্ন মেঘ
পথে পথে পড়ে আছে জুঁই ফুল
আমরা হয়তো এসবের নই কিছু
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল।
Amra Hoyto Lyrics In Bengali
Majhe majhe mukh bhore thake hasi
Majhe majhe paay vishon kanna
Majhe majhe vabi eto kom keno prem
Majhe majhe vabi onek hoyeche aar na
Hoyto dariye aayna tomay dekhe
Hoyto tokhon dekhecho onno kichu
Hoyto darao aayna dekhar choley
Ami chute jai tomar chokher pichu
Akashe jome thake bishonno megh
Pothe pothe pore ache jui phul
Amra hoyto esober noi kichu
Tobu megh bataser hoyna kokhono bhul
Majhe majhe vabi tumi ele hobo sukhi
Majhe majhe vabi ekla thakai sukh
Dukkho vabte ke chaay priyotoma
Jeno vabna ek moner oshukh
Sobai khoje ekta priyo thikana
Jei thikanar nishana nei kothao
Sob pakhi tobu phire jaay nire
Nir hara tumi kon bedona urao.
আমরা হয়তো গানটি গেয়েছেন আহমেদ হাসান সানি। মিউজিক তৈরি করেছেন জাহিদ নিরব ও আহমেদ হাসান সানি। গানটির কথা লিখেছেন আহমেদ হাসান সানি।