Bangla Lyrics
Chokher Pani Jane Tumi Chile Apon Lyrics (চোখের পানি জানে) Samz Vai

Chokher Pani Jane Tumi Chile Apon Lyrics By Samz Vai And ZH Babu
Chokher Pani Jane Tumi Chile Apon Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Samz Vai. Music Created by ZH Babu. This Song Lyrics And Tune was Created By Jannatara Ferdous Mila And Samz Vai.
Song Details
Song : Chokher Pani Jane Tumi Chile Apon – চোখের পানি জানে তুমি ছিলে আপন
Singer : Samz Vai
Lyrics : Jannatara Ferdous Mila
Tune : Samz Vai
Music : ZH Babu
Edit & Colour : Akash Ahmed
Label : Antor Multimedia
চোখের পানি জানে তুমি ছিলে আপন গানের লিরিক্স – সামজ ভাই
আমার চোখের পানি জানে
তুমি ছিলে আপন
তোমার জন্য বুকের ভেতর
পুড়ে হয়রে দহন
নিয়তির কাছে ভালবাসা অসহায়
ওরে ও প্রিয়া তুমি হারালে কোথায়
তোমার ও লাগি এ মন কেদে যায়।
বিধাতার লিখনে তুমি
আমার ছিলে না
তবু এ মনটা আমার
কেন বোঝেনা
তুমি ছাড়া একা আমি
কেমনে থাকি হায়।
মোনাজাতে চাই যে তোমায়
খোদার খাজানায়
ওরে প্রিয়া তুমি হারালে কোথায়
তোমার ও লাগি এ মন কেদে যায় ।
এ জীবনে জানি তোমায়
আর তো পাবোনা
তোমার জন্য কলিজাতে
শুধু যন্ত্রণা
ভেঙে যাওয়া স্বপ্নে আমি
তোমায় খুজে যাই
পরজনমে আমি তোমায়
যেন পাই
ওরে ও প্রিয়া তুমি হারালে কোথায়
তোমার ও লাগি এ মন কেদে যায় ।
Chokher Pani Jane Tumi Chile Apon Lyrics In Bengali
amar choker pani jane
tumi chile apon
tomar jonno buker vetor
pure hoire dohon
niotir kache valobasha asohai
ore o priya tumi harale kothai
tomar o lagi a mon kede jai.
চোখের পানি জানে তুমি ছিলে আপন গানটি গেয়েছেন সামজ ভাই। মিউজিক তৈরি করেছেন সামজ ভাই। গানটির কথা ও সুর করেছেন জান্নাতরা ফেরদৌস মিলা এবং সামজ ভাই।