Bangla Lyrics

Nishachor Pakhi Lyrics (নিশাচর পাখি) Samz Vai | Redwanul Hridoy

Nishachor Pakhi Lyrics (নিশাচর পাখি) Samz Vai | Redwanul Hridoy

Nishachor Pakhi Lyrics By Samz Vai And Redwanul Hridoy

Nishachor Pakhi Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Samz Vai. Music Created by Redwanul Hridoy. This Song Lyrics was Created By Tasmim Ahana.

Song Details
Song : Nishachor Pakhi – নিশাচর পাখি
Singer: Samz Vai
Perform : Samz Vai & Redwanul Hridoy
Music : Redwanul Hridoy
Lyrics : Tasmim Ahana
Label : Samz Vai Official

নিশাচর পাখি গানের লিরিক্স – সামজ ভাই

ছিলো এক নিশাচর পাখি
ছিলো তার ডানা
আলোতে উড়তে যে ছিলো তার মানা।
ছিলো এক নিশাচর পাখি
ছিলো তার ডানা
আলোতে উড়তে যে ছিলো তার মানা।
পানিতে ভাসিতো সে বইতো বাতাসে
দিনশেষে সে উড়তো আকাশে
মেঘের পর মেঘ দিতো সে পাড়ি
আলোর সাথে তার ছিলো যে আড়ি।
পানিতে ভাসিতো সে বইতো বাতাসে
দিনশেষে সে উড়তো আকাশে
মেঘের পর মেঘ দিতো সে পাড়ি
আলোর সাথে তার ছিলো যে আড়ি।
পূর্ণিমার আলো কবু ভালো
আসিবার আগে
ফিরিতে হতো তাকে ঘরে।
পূর্ণিমার আলো লাগতো না যে তার 
কভু ভালো আলো আসিবার আগে
ফিরিতে হতো তাকে ঘরে।
উড়া ছিল মানা তার
সূর্য উঠিবার পরে
একদা উড়েবার নূরে সাধ হলো তার
অতিচ্ছায় ঝাপটালো সে ডানা বারেবার।
দিনেরও আলোয় উড়তে 
যে বাধা ছিলো তার
আলোরই ঝলকটি আর 
দেখা হলো না তার।
পানিতে ভাসিতো সে বইতো বাতাসে
দিনশেষে সে উড়তো আকাশে
মেঘের পর মেঘ দিতো সে পাড়ি
আলোর সাথে তার ছিলো যে আড়ি।
পানিতে ভাসিতো সে বইতো বাতাসে
দিনশেষে সে উড়তো আকাশে
মেঘের পর মেঘ দিতো সে পাড়ি
আলোর সাথে তার ছিলো যে আড়ি।

Nishachor Pakhi Lyrics In Bengali

chilo ek nishachor pakhi
chilo tar dana
alote urte je chilo tar mana
chilo ek nishachor pakhi
chilo tar dana
alote urte je chilo tar mana
panite vasito se boito batase
dinsheshe se urto askashe
megher por megh dito se pari
alor sathe tar chilo je ari.

নিশাচর পাখি গানটি গেয়েছেন সামজ ভাই। মিউজিক তৈরি করেছেন রেদওয়ানুল হৃদয়। এই গানের কথা ও সুর তৈরি করেছেন তাসমিম অহনা

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button