Bangla Lyrics
Priyo Song Lyrics (প্রিয়) Raj

Priyo Song Lyrics By Raj
Priyo Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Raj. Music Created by Raj. This Song Lyrics And Tune was Created By Raj.
Song Details
Song: Priyo – প্রিয়
Singer: Raj
Lyrics, Tune & Music: Raj
Mixing & Mastering: Sahriar Rafat
Screenplay & Direction: Apurba Roy
Cinematography,Editor & Co-Director: Prinom Mostafa Fahad
Language: Bangla
Label: Agniveena
প্রিয় গানের লিরিক্স – রাজ
নিঝুম রাতে আমি
বসে ভাবছি একা
তাঁরার মাঝে যেন প্রিয়
তোমায় একটু দেখা।
হাত বাড়ালে জানি
পারবোনা ছুঁতে
তবুও আমার চিৎকার
তুমি পাও কি আদৌ শুনতে।
নিরব শান্ত সময় ঘিরে
শূন্যতার পাহাড়
সুখের প্রান্তে নেই তুমি
নেই ফুলের বাহার।
আমার গানের সুরের মাঝে
শুধু হাহাকার
পাবোনায় আমি জানি তবু
তুমি শুধুই আমার।
নিরব শান্ত সময় ঘিরে
শূন্যতার পাহাড়
সুখের প্রান্তে নেই তুমি
নেই ফুলের বাহার।
আমার গানের সুরের মাঝে
শুধু হাহাকার
পাবোনায় আমি জানি তবু
তুমি শুধুই আমার।
তাঁরার মাঝে আমি
খুঁজি শুধু তোমায়
আকাশ ভরা তাঁরা যেন
ডাকছে আমায়।
নিরব চোঁখের আকাশ
বৃষ্টি নামায়
অন্ধকার যেন ঘিরে
রাখে আমায়।
তাঁরার মাঝে আমি
খুঁজি শুধু তোমায়
আকাশ ভরা তারা যেন
ডাকছে আমায়।
নিরব চোঁখের আকাশ
বৃষ্টি নামায়
অন্ধকার যেন ঘিরে
রাখে শুধুই আমায়।
আজও হাই খুঁজি আমি তোমায়
কল্পনায় নিরব হয়ে
চেয়ে থাকি ভাবি হাই
কল্পনাকে যেন হার মানায়
আমি শুধু চেয়ে থাকি।
নিরব শান্ত সময় ঘিরে
শূন্যতার পাহাড়
সুখের প্রান্তে নেই তুমি
নেই ফুলের বাহার।
আমার গানের সুরের মাঝে
শুধু হাহাকার
পাবোনায় আমি জানি তবু
তুমি শুধুই আমার।
Priyo Lyrics In Bengali
nijhum rate ami
bose vabchi eka
tarar majhe jeno priyo
tomai ektu dekha
haat barale jani
parbona chute
tobuo amar chitkar
tumi pao ki ado shunte.
প্রিয় গানটি গেয়েছেন রাজ। মিউজিক তৈরি করেছেন রাজ। এই গানের কথা ও সুর তৈরি করেছেন রাজ।