Bangla Lyrics
Kalachan Lyrics (কালাচান)Tosiba Begum | FA Pritom

Kalachan Lyrics By Tosiba Begum And FA Pritom
Kalachan Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Tosiba Begum And FA Pritom. Music Created by FA Pritom. This Song Lyrics was Created By Salahuddin Shagar.
Best Song Lyrics – Ekfali Chaand Lyrics | Chirkut
Song Details
Song : Kalachan – কালাচান
Singer : Tosiba Begum & FA Pritom (rap)
Lyric : Salahuddin Shagar
Music & Mixing : Tune House
Composer : FA Pritom
Label : Burnabee Records
কালাচান গানের লিরিক্স – তসিবা বেগম ও এফ এ প্রীতম
আদর কইরা ডাকমু জান
কাছে একটু আইয়া জান
মনের কথা হুইনা জান
কি যাদুতে মারছেন ভান
কি যাদুতে মারছেন ভান
হাতটা ধরেন না
ভাব নিয়েন না
কেনো চোখের ভাষা নিয়েন
জালা দিয়েন না
দুরে জাইয়েন না
মইরা গেলে আমায় খুইজা পাইবে না
ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া জান
আগা গোরা মেকাপ কইরা
দেখাও তুমি ডং
তোমার পান তুমি খাও
ঠোটে লাগাও রং
তুমি অনেক ক্রেজি
তোমার নাটক বুঝি
আই তিতি তিতি কইরা
ময়না পাখি খুজি
মন আমার বোকা সোকা
পোলা বোকা না
আমি শুধু খাই ছেন্ট্রি
বাবু খোকা না
তোমার মনের বেপার সেপার
কাটলো প্রেমের খাল
শাড়ি পইড়া পিপ মাইরা
ঠোট করিলা লাল
ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া জান
ডুব না দিলে প্রেমের জলে
জীবন যাবে হায় বিপলে
আইসো আমার মন মহলে
ডুব না দিলে প্রেমের জলে
জীবন যাবে হায় বিপলে
আইসো আমার মন মহলে
ভাসাইবো আদরের স্বাপ্পান
খাওয়াই যাওনা রশের ভরা পান
ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া জান
হায়রে ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া জান
Kalachan Lyrics In Bengali
ador koira dakmu jaan
kache ektu aiya jaan
moner kotha huina jaan
ki jadute marchen van
ki jadute marchen van
hatta dhoren na
vab niyen na
keno chokher vasha niyen.
কালাচান গানটি গেয়েছেন তসিবা বেগম ও এফ এ প্রীতম। মিউজিক তৈরি করেছেন এফএ প্রীতম। এই গানের কথা ও সুর তৈরি করেছেন সালাহউদ্দিন শাগর।