Bangla Lyrics
Bole Dilei Toh Hoy Lyrics (বলে দিলেই তো হয়) Emon Chowdhury | Abanti Shithi

Bole Dilei Toh Hoy Lyrics By Emon Chowdhury And Abanti Shithi From Antarjal
Bole Dilei Toh Hoy Is a Bangla Antarjal Movie Song. This Song Is Sung By Emon Chowdhury And Abanti Shithi. Music Created by Emon Chowdhury, Chirkutt And Ashes. This Song’s Lyrics and Tune were Created By Rasel Mahmud.
Song Details
Song: Bole Dilei Toh Hoy – বলে দিলেই তো হয়
Singer: Emon Chowdhury And Abanti Shithi
Lyric: Rasel Mahmud
Music: Emon Chowdhury, Chirkutt And Ashes
Movie: Antarjal
Lebel: Tiger Media
Bole Dilei Toh Hoy Song Lyrics in Bengali
তোমারও কি আজকাল ভিতর টালমাটাল
মনে মনে সুখ চাপা ভয়
তোমারও কি প্রতিদিন রাত কাটে ঘুমমহীন
ক্ষনে ক্ষনে কাপে এই হৃদয়
তোমারও কি আজকাল ভিতর টালমাটাল
মনে মনে সুখ চাপা ভয়
তোমারও কি প্রতিদিন রাত কাটে ঘুমমহীন
ক্ষনে ক্ষনে কাপে এই হৃদয়
তোমারও কি অনুরাগে একটাই প্রশ্ন জাগে
কি করি শুরু বুক করে দুরুদুরু
কনো সময় থেমে রয়
বলে দিলেই তো হয় বলে দিলেই তো হয়
বলে দিলেই তো হয় বলে দিলেই
ছড়িয়ে গেছো হৃদয় ঝুড়ে
দারিয়ে আছি হাত বারিয়ে
জড়িয়ে আছো আমার শুরে
চলানা যাই আজ হারিয়ে
তোমারে দিধায় বাচি মরি আমি খুজ আধারে
শুন্যতায় হাহাকার মন দেখে তোয়
তোমারও কি অনুরাগে একটাই প্রশ্ন জাগে
কি করি শুরু বুক করে দুরুদুরু
কনো সময় থেমে রয়
বলে দিলেই তো হয় বলে দিলেই তো হয়
বলে দিলেই তো হয় বলে দিলেই
বলে দিলেই তো হয় গানের লিরিক্স – ইমন চৌধুরী ও অবন্তী সিঁথি
tomar o ki aajkal vitor talmatal
mone mone sukh chapa voy
tomar o ki protidin raat kate ghumhin
khone khone kape ei hridoy
tomar o ki aajkal vitor talmatal
mone mone sukh chapa voy
tomar o ki protidin raat kate ghumhin
khone khone kape ei hridoy.
বলে দিলেই তো হয় গানটি গেয়েছেন ইমন চৌধুরী ও অবন্তী সিঁথি। মিউজিক তৈরি করেছেন ইমন চৌধুরী, চিরকুট এবং অ্যাশেজ। এই গানের কথা ও সুর তৈরি করেছেন রাসেল মাহমুদ।