Bangla Lyrics
Se Konodin Chilona Apon Lyrics (সে কোনদিন ছিলনা আপন) Syed Omy

Se Konodin Chilona Apon Lyrics By Syed Omy
Se Konodin Chilona Apon Is a Bangla Song. This Song Is Sung By Syed Omy. Music Created by Real Ashique. This Song’s Lyrics and Tune were Created By Masud Rana And Akram Khan.
Song Details
Song: Se Konodin Chilona Apon – সে কোনদিন ছিলনা আপন
Singer: Syed Omy
Lyric: Masud Rana
Tune: Akram Khan
Music: Real Ashique
Programing, Mixed & Mater: Real Ashique
Producer: Achol Achol Akhee
Lebel: Syed Omy Official
Se Konodin Chilona Apon Song Lyrics in Bengali
ওরে ওওওওও অবুঝ মন
সে কোনদিন ছিলোনা রে
তোমার আপনজন
যারে তুমি ভালোবাসো
যার লাগিয়া রাত্রি জাগো
যাকে ভেবে ভাসাও দুই নয়ন
সে কোনদিন ছিলোনা রে
তোমার আপনজন
সে কোনদিন ছিলোনা রে
তোমার আপনজন
ওরে ওওওওও অবুঝ মন
সে কোনদিন ছিলোনা রে
তোমার আপনজন
সয়নে স্বপনে যারে
আদর করে রাখো
কাছে পাওয়ার আহ্লাদে তুমি
সুখের আবির মাখো।
মুখে বলে ভালবাসি
বিষে ভরা মন
সে কোনদিন ছিলোনা রে
তোমার আপনজন
সুখে দুঃখে থাকবে বলে
কাছে ডাকো যারে
সে জনে তো থাকে ভাল
তোমায় একা করে।
মুখে বলে ভালবাসি
বিষে ভরা মন
সে কোনদিন ছিলোনা রে
তোর আপনজন
সে কোনদিন ছিলনা আপন গানের লিরিক্স – সৈয়দ অমি
ore o o o o o abuj mon
se konodin chilona re
tomar aponjon
jare tumi valobasho
jar lagiya ratri jago
jake vebe vasao dui noyon.
সে কোনদিন ছিলনা আপন গানটি গেয়েছেন সৈয়দ অমি। মিউজিক তৈরি করেছেন রিয়েল আশিক। এই গানের কথা ও সুর তৈরি করেছেন মাসুদ রানা ও আকরাম খান।