Islamic Song
Ami Chai Gojol Lyrics (আমি চাই) Sayed Ahmad

Ami Chai Lyrics By Sayed Ahmad
Ami Chai Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Sayed Ahmad. This Song Lyric And Tune was Created By Aynuddin Al Azad RH And Sayed Ahmad.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Ami Chai – আমি চাই
Singer : Sayed Ahmad
Lyric & Tune : Aynuddin Al Azad RH.Sayed Ahmad
Sound Design : Abir Hasan
Video : Tawhid Jamil
Supervision : Muzahidul Islam
Management : Murshed Siraji
Label : Sayed Ahmad
আমি চাই লিরিক্স – সাঈদ আহমাদ
আমি চাই আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচুক সবে
আমি চাই নুনভাত হলে সকলেই পাক সমানভাবে
আমি চাই ঐ পশুদের শাস্তি দিতে
কলমের খোচায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে।
আমি চাই শিক্ষাঙ্গনে শুনবোনা গুলির হুংকার
আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার
আমি ছাত্ররা সব রাজনীতিকে দুরে ঠেলে
নিজেদের গড়ে তুলুক মানুষের মতো মানুষ করে।
আমি চাই করবো শোধন স্কুল কলেজ ভার্সিটিকে
যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে
আমি চাই উচ্ছেদ করে শেষ করি ঐ বালাখানা
যেখানে গরীব দুখির এতোটুকু ঠাঁই হবেনা।
আমি চাই উলংগ বেহায়াপনার ঐ ঘাটিকে
উচ্ছেদ করে সেথায় বসবো সিজদা তিলাওয়াতে
আমি চাই সভ্য হয়ে বজ্রকন্ঠে যুবসমাজ
সত্যের ঝান্ডা হাতে বিজয়গানে তুলুক আওয়াজ।
আমি চাই মায়ের জাতী রাত দুপুরে ঘুরবে স্বাধীন
বখাটের লোলুপ দৃষ্টি ভয়াল থাবা হবে বিলীন
আমি চাই গভীর রাতে বাসায় ফিরতে একটি বাবা
পাবেনা সন্ত্রাসী আর ডাকাতদলের হিংস্র থাবা।
আমি চাই মুসলমানের টাই খুলে দাও তাসবীহ হাতে
আমি চাই ভন্ডামী সব দুর হয়ে যাক মাজারেতে
আমি চাই এক কবরে করতে দাফন পীর মুরিদী
হাদিয়ার বস্তা নিয়েই আছে যারা নিরবধি।
আমি চাই মদের আসর নেশার থালায় লাথি দিয়ে
ফিরে আয় মদীনার সেই দিন বদলের শপথ নিয়ে
আমি চাই কান্নার রোল আসবেনা আর কারো কানে
আমি চাই মাতবে ধরা শান্তি সুখের গানে গানে।
Ami Chai Gojol Lyrics In Bengali
ami chai ami chai manusher moto
manush hoye bachuk sobe
ami chai nunvat hole
sokoleli paak somanvabe
ami chia oi poshuder shasti dite
kolomer khochai jara
ghush nite chai duhat pete.