Bangla Lyrics
Chiro Odhora Lyrics (চির অধরা) Miftah Zaman
%20Miftah%20Zaman_cleanup.webp)
Chiro Odhora Lyrics By Miftah Zaman
Chiro Odhora Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Miftah Zaman. Music Created by Amit Malick. This Song’s Lyrics And Tune were Created By Tushar Hasan And Miftah Zaman.
Song Details
Song : Chiro Odhora – চির অধরা
Singer : Miftah Zaman
Lyric : Tushar Hasan
Tune : Miftah Zaman
Music : Amit Malick
Album : Shudu Tomake
Language : Bangla
Label : G Series
Chiro Odhora Song Lyrics in Bengali
অবাক চাঁদের আলোয় দেখো
ভেসে যায় আমাদের পৃথিবী
আড়াল হতে দেখেছি তোমার
নিষ্পাপ মুখখানি
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে
ভালবাসবো তোমায়
ভালবাসবো তোমায়
তোমার চিরচেনা পথের ওই সীমা ছাড়িয়ে
এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে
একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে
ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন
তবু প্রার্থনা তোমার জন্য
হবেনা মলিন হবেনা মলিন
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে
ভালবাসবো তোমায়
ভালবাসবো তোমায়
হাজার বছর এমনি করে
আকাশের চাঁদটা আলো দেবে
আমার পাশে ক্লান্ত ছায়া
আজীবন রয়ে যাবে
তবু এই অসহায় আমি
ভালবাসবো তোমাকে
শুধু যে তোমাকে
ভালবাসবো তোমাকে
চির অধরা লিরিক্স – মিফতাহ জামান
Obak chander aaloy dekho
Bhese jaay amader prithibi
Aaral hote dekhechi tomar
Nishpaap mukh khani
Dubechi ami tomar chokher ononto maayay
Bujhini kovu shei mayato aamar tore noy
Bhul gulo jomiye rekhe buker monikothay
Apon moner aaral theke
Valobashbo tomay Bhalobashbo tomay
Dakbena tumi amay jani konodin
Tobu parthona tomar jonno
Hobe na molin
Hajar bochor emni kore
Akasher chandta aalo debe
Amar pashe klanto chaya
Ajibon roye jabe
Tobu ei oshohay ami
Bhalobashbo tomake
Shudhu je tomake.