Bangla Lyrics

Abhilasha Lyrics (অভিলাষা) Rishav Chakraborty

Abhilasha Lyrics (অভিলাষা) Rishav Chakraborty

Abhilasha Lyrics By Rishav Chakraborty

Abhilasha Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Rishav Chakraborty. Music Created by Rishav Chakraborty. This Song’s Lyrics and Tune were Created By Samiran Barui.

Song Details
Song: Abhilasha – অভিলাষা
Singer: Rishav Chakraborty
Music & Composition: Rishav Chakraborty
Lyrics: Samiran Barui
Sarod: Pratik Shrivastava
Flute: Subhamoy Ghosh
Programming: Soumyadeep Basak
Arrangement: Somagni Biswas
Mixing & Mastering: Somagni Biswas
Studio : Skyscraper Studio

Abhilasha Song Lyrics in Bengali

খোয়াব পিয়াসা মন অভিলাসা 
নিরদ গরজ মেঘ বেশ 
কারে খোঁজে ওই পোড়া বাঁশি
নীলছে গোকুল ভাসে প্রিয়ার সিন্ধু 
শিশির বোঝো তুমি বন্ধু
তাও তো ভাসানো তরী 
রোজ বাকে ধরা পড়ে 
নদী তটে ডোবে জানি 
আকুল হিয়া মন বোঝে না 
ক্ষণে ক্ষণে আসি ভালোবাসি ক্ষয় 
সহজিয়া মৃগনাভি প্রেম তবু সহজিয়া নাহি পাওয়া যায় 
কে যেন কোথায় খুঁজে মরি বুঝি 
কাঁটা ভরা পথে যদি তাকে পাওয়া যায় 
হারানিধি হায় যায় 
আশা চোখে বসে থাকা চাতক হারায় 
নিভৃতে কুঞ্জমালা মানে ছিড়ে যায় 
প্রিয়া কায়ে নেহি ঘর আওয়ে
ঘর ভরা আসা হেন বনবাসা
কথায় কথায় ফাঁকি রয় 
মধুর অধরে বিষের চাতুরী 
ছুরিকাঘাতে জান যায় 
তবু ভালোবাসা বেসে যাব মেন 
ক্ষুদিত পাষানে নাম বাধা যেন 
তাও তো রাখোনা হৃদে 
রোজ রাতে ঝড়ে পরি 
কাননে কুষম কলি
আকুল হিয়া মন বোঝে না 
খোয়াব পিয়াসা মন অভিলাসা 
পাতা ঝরা হলো শেষ 
কারে খোঁজে ওই পোড়া বাঁশি
নীলছে মনের তলদেশ 
গোকুল ভাসে প্রিয়ার সিন্ধু 
শিশির বোঝো তুমি বন্ধু
তাও তো ভাসানো তরী 
রোজ বাকে ধরা পড়ে 
নদী তটে ডোবে জানি 
আকুল হিয়া মন বোঝে না

অভিলাষা গানের লিরিক্স – ঋষভ চক্রবর্তী

khoyab piyasa ovilasa
nirod goroj megh besh
kare khojhe oi pora bashi
nilche gokul vashe priyare sindhu
shishir bojha tumi bondhu
tau to vasheno tori
roj bake dhora pore.

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button