Bangla Lyrics
Ekla Chithir Kham Lyrics (একলা চিঠির খাম) Anindita Mitra

Ekla Chithir Kham Lyrics By Anindita Mitra
Ekla Chithir Kham Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Anindita Mitra. Music Created by Joy Sarkar. This Song’s Lyrics and Tune were Created By Rajib Chakraborty.
Song Details
Song – Ekla Chithir Kham – একলা চিঠির খাম
Music Director – Joy Sarkar
Lyrics – Rajib Chakraborty
Singer – Anindita Mitra
Backvocals – Anasmita Ghosh, Bonnie Basu
Programming – Sabuj-Ashish
Guitars, Bass – Sanjoy Das
Acoustic Rhythm – Joydeb Nandy
Ekla Chithir Kham Song Lyrics in Bengali
দূরের পাহাড় জানে
মেঘলা নদীর গানে
ভাসিয়ে দিলাম বাতাসিয়া সুর
কথার পালক ওড়ে
স্বপ্নে পাওয়া ভোরে
তোমায় দিলাম বিবাগী রোদ্দুর
চোখ রাখি চোখে যদি চাও
মন রাখি ঠোঁটে বুঝে নাও
না-কথার গল্পে একা বাজবে কোনো বাঁশি
কুয়াশার বিষণ্ণতায় তোমায় ভালোবাসি
পথ রাখা ঘুমে হেঁটে যাও
ঠিক দেখা হবে কথা দাও
দূরে দূরে একা সন্ধে যখন হয়
চেনা চেনা বাঁকে নিভে যাওয়া ভয়
নেভা নেভা রঙে খুঁজে খুঁজে ফেরা
ভেঙে যাওয়া কোনো ঘর
ঝরে যায় তারা মেঘে ঢাকা পাড়া
মায়া মোহ স্মৃতি জ্বর
আমার একলা থাকার গান
যেন একার অভিমান
তুমি গান ফুরোবার আগে ফিরে যাও
ফিরে ফিরে ডাকা নীলচে স্মৃতির নাম
ধুলো জমে থাকা একলা চিঠির খাম
ঝরে যায় পাতা শুধু নীরবতা
তুমি নেই কোনো দিন
গুঁড়ো গুঁড়ো কাচে আনাচে কানাচে
এলোমেলো কিছু ঋণ
আমার তাকিয়ে থাকা চোখ
যেন আবার দেখা হোক
আমি চোখ সরাবার আগে ডেকে নাও
একলা চিঠির খাম গানের লিরিক্স – অনিন্দিতা মিত্র
durer pahar jane
megla nodir gane
vashiye dilam batasiya sur
kothar palok ore
sopne pawa vore
tomai dilam bibagi roddur.