Bangla Lyrics
Nil Porokiya Lyrics (নীল পরকীয়া) Nachiketa Chakraborty | Amirul Momenin

Nil Porokiya Lyrics By Nachiketa Chakraborty And Amirul Momenin Manik
Nil Porokiya Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Nachiketa Chakraborty And Amirul Momenin Manik. Music Created by Amirul Momenin Manik. This Song’s Lyrics and Tune were Created By Amirul Momenin Manik.
Song Details
Song Name – Nil Porokiya – নীল পরকীয়া
Singer – Nachiketa Chakraborty And Amirul Momenin Manik
Tune / Music – Amirul Momenin Manik
Lyricist – Amirul Momenin Manik
Label – Manik Music
Nil Porokiya Song Lyrics in Bengali
তোমার ঐ চোখের হাসি
পিরীতের নাউয়ে ভাসি
তোমারও কাছে আসি জাইতে ডুবিয়া
তোমার ডাকে সাড়া দিয়ে আদরে নাও না ছুঁয়ে
প্রেমের তরী বাইয়া চলে তোমারে লইয়া
ঘুম পালিয়ে যায় আমার তুমি কাছে এলে
মন হারিয়ে যায় আবার তোমায় ছুঁতে পেলে।
ভালোবেসে হাত টা ধরো
হবো না আর অন্য কারো
আদরে তোমারে বুকে নেবো আরও।
রাত্রি হলে আলো জ্বেলে দেবো যে পাহারা
একটু আরাল তুমি হলে মনটা পাগল পারা
ঘুম পালিয়ে যায় আমার তুমি কাছে এলে
মন হারিয়ে যায় আবার তোমায় ছুঁতে পেলে।
ভালোবেসে হাত টা ধরো
হবো না আর অন্য কারো
আদরে তোমারে বুকে নেবো আরও।
ভালোবাসি তোমায় কতো কেউ তো জানে না
তোমার মাঝে আছে আমার সুখেরও ঠিকানা
ঘুম পালিয়ে যায় আমার তুমি কাছে এলে
মন হারিয়ে যায় আবার তোমায় ছুঁতে পেলে।
ভালোবেসে হাত টা ধরো
হবো না আর অন্য কারো
আদরে তোমারে বুকে নেবো আরও।
নীল পরকীয়া গানের লিরিক্স – নচিকেতা চক্রবর্তী ও আমিরুল মোমেনিন মানিক
tomar oi chokher hasi
piriter nauye vasi
tomar o kache ashi jaite dubiya
tomar dake sara sara diye adore nau na chuye
premer tori baiya chole tomare loiya
ghum paliye jai amar tumi kache ele
mon hariye jai abar tomai chute pele.