Bangla Lyrics

Chokhe Chokhe Lyrics (তুমি আমারি হবে) Imran Mahmudul | Puja | Dighi

Chokhe Chokhe Lyrics (তুমি আমারি হবে) Imran Mahmudul | Puja | Dighi

Chokhe Chokhe Lyrics By Imran Mahmudul And Puja

Chokhe Chokhe Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Imran Mahmudul And Puja. Music Created by Imran Mahmudul. This Song’s Lyrics and Tune were Created By Pijush Das And Imran Mahmudul.

চোখে চোখে গানের লিরিক্স। গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও পূজা। মিউজিক তৈরি করেছেন ইমরান মাহমুদুল। গানটির কথা ও সুর করেছেন ইমরান মাহমুদুল ও পীযূষ দাস

Song Details
Song: Chokhe Chokhe – চোখে চোখে
Singer: Imran Mahmudul And Puja – ইমরান মাহমুদুল ও পূজা
Lyrics: Pijush Das – পীযূষ দাস
Tune: Imran Mahmudul – ইমরান মাহমুদুল
Music Programming & Sound mix master. : IMRAN MAHMUDUL – ইমরান মাহমুদুল
Director: Team Shahrear Polock
Cast: Imran, Puja, Dighi, Zilani & Many others. 
Production: Prison Films (A brother concern of PGVF)
Label: Central Music and Video [CMV]
Chokhe Chokhe Song Lyrics in Bengali

চলো বসা যাক দুজনে কোথাও মনের ঘর বাসিয়ে
কথা বলা যাক তুমি আমি এতোটা ভেবেছি জানিয়ে
কথা শোনা যাক মনে মনে আর কি হবে সব লুকিয়ে
শুধু বলা যাক কোনো ভুল করিনি তোমায় রিদয় দিয়ে
জানি তুমি ছাড়া দিশে হারা আর আমার
হে দিশে হারা হয়েগেছি তাই আবার।
চোখে চোখে রাখবো তোমায় বলোনা
মনে মনে আঁকবো তোমায় বলোনা
কোনো দিনও ছেরে যাবেনা।
চোখে চোখে থাকবো তোমার যাবোনা
মনে মনে থাকবো তোমায় শোনোনা
কোনো দিনও ছেরে যাবেনা।
হুম চলোনা দেখে আসি
যেখানে ভালোবাসি
লিখে দিলে মোছে না।
সেখানে লেখে আসি
তোমাকে ঘিরে বাঁচি
কাউকে মন খোঁজে না।
বলো তুমি ছাড়া কে ছাড়া আর আমার
হে দিশে হারা হয়ে খুজেছি আবার
চোখে চোখে রাখবো তোমায় বলোনা
মনে মনে আঁকবো তোমায় বলোনা
কোনোদিনও ছেরে যাবেনা।
চোখে চোখে থাকবো তোমার যাবোনা
মনে মনে থাকবো তোমায় শোনোনা
কোনোদিনও ছেরে যাবেনা।
দুজনে পাশাপাশি এখনো বসে আছি
যেখানে আকাশ নিভে না
গোধুলি খুঁজে পেলে তোমাকে ছুতে গেলে
ফিরিয়ে জানি দেবেনা।
আমার কথারা খোঁজে তোমাকে আবার
তুমি সাহারা হয়ে থেকে যাও আমার
চোখে চোখে রাখবো তোমায় বলোনা
মনে মনে আঁকবো তোমায় বলোনা
কোনোদিনও ছেরে যাবেনা।
চোখে চোখে থাকবো তোমার যাবোনা
মনে মনে থাকবো তোমায় শোনোনা
কোনোদিনও ছেরে যাবেনা। 

চোখে চোখে গানের লিরিক্স – ইমরান মাহমুদুল ও পূজা

cholo bosa jak du jone kotha o 
moner ghor basiye
kotha bola jak tumi ami 
etota vebechi janiye
kotha shona jak mone 
mone r ki hobe sob lukiye

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button