Bangla Lyrics
Kolkata Shohore Lyrics (কলকাতা শহরে) Zunayed Evan | Ashes Band

Kolkata Shohore Lyrics By Zunayed Evan From Ashes Band
Kolkata Shohore Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Zunayed Evan. Music Created by Ashes Band. This Song’s Lyrics and Tune were Created By Zunayed Evan.
Song Details
Song : Kolkata Shohore – কলকাতা শহরে
Band : Ashes
Vocal, Lyrics & Tune : Zunayed Evan
Cinematographer : Jakaria Hasan
Light Gaffer : Emon Kazi
Line Producer : Adnan Bin Zaman
Drone : Aniketh Rahman
Camera : Rana
Edit & Colour : Nazibul Islam Moon
Label: Ashes Bangladesh
Kolkata Shohore Song Lyrics in Bengali
এই কলকাতা শহরে অঞ্জন বাবু থাকে
এই ছাতাদের শহরে কে ভিজে বৃষ্টিতে
দিয়ে দাও আমাকে কিছু, আবেগ
জলপাইগুড়ি রোডে সমরেশ বুড়ো হয়ে যায়
জলপাইগুড়ি রোডে সমরেশ বুড়ো হয়ে যায়।
এই গুজরাটের বন্যায়
কত মানুষ ডুবে গেছে
কত ডুব ভেসে আসে
কত মানুষ ডুবে গেছে
কত ডুব ভেসে আসে।
দিয়ে দাও আমাকে কিছু, আবেগ
জলপাইগুড়ি রোডে সমরেশ বুড়ো হয়ে যায়
জলপাইগুড়ি রোডে সমরেশ বুড়ো হয়ে যায়।
এই কলকাতা শহরে সেই সেনলেন রোডে
লোডশেডিং হলে কে যেন কাঁদে
এই অপেক্ষা গুলো শ্বাস ফেলে কষ্ট পাচ্ছে
হৃদপিণ্ডের ভেতর ধর্মতলার মাঠে।
এই কলকাতা শহরে অনিমেশ নকশাল দেখে
লোডশেডিং হলে আড্ডার খিস্তি জমে
এই অপেক্ষা গুলো শ্বাস ফেলে কষ্ট পাচ্ছে
ঈশ্বর-লেনের ধারে কে যেন কাঁদে
এই কলকাতা শহরে
কলকাতা শহরে লিরিক্স – জুনায়েদ ইভান – অ্যাশেজ ব্যান্ড
Ei kolkata shohore anjan babu thake
Ei chatader shohore ke bhije brishtite
Diye dao amake kichu abeg
Jalpaiguri road e somoresh buro hoye jaay
Ei gujrater bonnay koto manush dube geche
Koto doob bhese ashe
Ei kolkata shohore sei sen lane Road e
Load Shedding hole ke jeno kande
Ei opekkha gulo swash fele kosto pacche
Hridpinder bhetor dharmatala mathe
Ei kolkata sohore Animesh naxal dekhe
Load Shedding hole addar khisti jome
Ei opekkha gulo swash fele kosto pacche
Ishwar lane er dhare ke jeno kande
Ei kolkata shohore.
কলকাতা শহরে গানটি গেয়েছেন জুনায়েদ ইভান। মিউজিক তৈরি করেছেন অ্যাশেজ ব্যান্ড। এই গানের কথা ও সুর তৈরি করেছেন জুনায়েদ ইভান।