Bangla Lyrics
Jalsaghar Lyrics (জলসাঘর) Anupam Roy | Srirup Chatterjee

Jalsaghar Lyrics by Anupam Roy
Jalsaghar Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Anupam Roy. Music, lyrics and tune by Anupam Roy. This Song’s Recorded By Ananjan Chakraborty.
Song Dtails
Song : Jalsaghar
Music, Lyrics and Vocals : Anupam Roy
Arrangement and guitar : Santanu Datta
Additional programming : Shamik Chakravarty
Drums : Sandipan Parial
Recorded by : Ananjan Chakraborty
Artwork and animation : Yamini Sujan
Lyrics video : Mahuya Pramanik
Label : Anupam Roy
Jalsaghar Song Lyrics in Bengali
একটা লাল ঘুড়ি ওড়ে
মিশকালো আকাশে,
হাওয়ার গতি বাড়ে
এই বৈশাখ মাসে।
বনেদি বাড়ির ছাদে
পায়রা উড়েছে যত,
ঘর চিনে নিতে পারবে তো ?
ভীষণ ধূলো ওড়ে
সব যাবে ঢেকে,
তবু মানুষ খোঁজে অতীত
অতীত খোঁজে কাকে?
কেউ কথা তো রাখেনি আর
জাহাজ ফেরেনি ঘরে
সারাবেলা একা নেশা করে।
তবু যদি পারি
তোমায় একদিন দেখাবো,
আমার জলসাঘরে,
নিয়ে যাব, নিয়ে যাব, নিয়ে যাব।
ওই লাল ঘুড়িটাকে
কেউ নামাতে পারেনি,
ওটা আপন মেজাজে
যেন কখনো হারেনি।
যে রেখেছে সুতো হাতে
আঙুল কেটেছে তাতে,
কেউ কি পেরেছে বোঝাতে?
যখন ছিল সময়
সবকিছুর ছিল মানে,
এখন এই ক্ষত
শুধু বাড়ে অপমানে।
এক দু ফোঁটা বৃষ্টি গায়ে
পড়বে বিদ্যুৎ চমকাবে
হঠাৎ সুতোটা ছিঁড়ে যাবে।
তবু যদি পারি
তোমায় একদিন দেখাবো,
আমার জলসাঘরে,
নিয়ে যাবো, নিয়ে যাবো, নিয়ে যাবো।
জলসাঘর লিরিক্স – অনুপম রায়
Ekta laal ghuri orey
Mishkalo akashe
Hawar goti baare ei boishakh mase
Bonedi barir chhade payra ureche joto
Ghor chine nite parbe toh.
Vishon dhulo orey sob jaabe dheke
Tobu manush khoje otit
Otit khoje kaake
Keu kotha toh rakheni aar
Jahaj fereni ghore
Sarabela eka nesha kore.
Tobu jodi pari
tomay ekdin dekhabo
Amar jolsaghore
niye jabo niye jabo niye jabo.
Oi laal ghuritake keu namate pareni
Ota apon mejaje jeno kokhono hareni
Je rekheche suto haate angul keteche taate
Keu ki pereche bojhate.
Jokhon chilo somoy sobkichur chilo maane
Ekhon ei khoto shudhu baare opomane
Ek du fota bristi gaaye
Porbe bidyut chomkabe
Hotath sutota chirey jaabe.
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প থেকে সত্যজিৎ রায় বানিয়েছিলেন জলসাঘর। এই গানের inspirationও সেখান থেকেই। এক বিশাল সাম্রাজ্যের পতনের পর পড়ে থাকে শুধু ধুলো। মানুষ সেই স্মৃতি আঁকড়ে বেঁচে থাকতে ভালবাসে। তার বর্তমান বেঁচে থাকে তার অতীতের জলসাঘরে। এই denial-এই তার আনন্দ।