Bangla Lyrics
Moner Theika Valobashla Na Lyrics (মনের থাইকা ভালবাসলা না) Samz Vai

Moner Theika Valobashla Na Lyrics By Samz Vai
Moner Theika Valobashla Na Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Samz Vai, MR Rizan & Siam. Music Created by Samz Vai. This Song’s Lyrics and Tune were Created By Rasel Rahman And Arthik Sazib.
মনের থাইকা ভালবাসলা না গানের লিরিক্স। গানটি গেয়েছেন সামজ ভাই, এম আর রিজান ও সিয়াম। মিউজিক তৈরি করেছেন সামজ ভাই। গানটির কথা ও সুর করেছেন সামজ ভাই, এম আর রিজান ও সিয়াম।
Song Details
Song: Moner Theika Valobashla Na – মনের থাইকা ভালবাসলা না
Singer: Samz Vai – সামজ ভাই
Rap Singer: MR Rizan & Siam – এম আর রিজান ও সিয়াম
Lyrics: Samz Vai – সামজ ভাই
Rap Lyrics: MR Rizan & Siam – এম আর রিজান ও সিয়াম
Tune & Music: Samz Vai – সামজ ভাই
Mix & Master: Samz Vai
Label: TR MUSIC STATION
Moner Theika Valobashla Na Song Lyrics in Bengali
তোর কাজল কালো চোখে কি যাদু মাখা আছে
এত ইচ্ছে কেন হয় দেখতে বারে বার
কিছু ইচ্ছে গেছে জমে কিছু খুশি তোরি নামে
আমি কি বোঝাবো ভাষা নাই আমার
কেন এত লাগে ভালো পূর্ণিমারই আলো
যেন পরলো আমার পুকুর ঘাটে ঘরের আঙিনায়
তুমি মনের আগুন জ্বালো লক্ষী সোনা ভালো
ঘরের পাখি ঘরে ফিরে আসো নির্দ্বিধায়
তুমি আমারে মনের থেকে ভালোবাসলা না
আমি তোমারে ভালোবাসা পরছি নি চিপায়
এত ভ্রমরের মাঝে বন্ধু আমায় চিনলো না
আমি মইরা যামু ফাঁস দিয়া গলায়
একদিন নিলানা খবর খারাপ আছিলা ভালো
তোমার উপরটা সাদা ঠিকই ভেতরটা কালো
তুমি বাসলা না আমারে আর মনেরতে ভালো
তোমার ফুলের বাগানে ভ্রমর আইলো আর গেল।
কত আছিল আশা তোমায় ভাবছিলাম লক্ষী
কইছিলা ছাড়বা না হাত চাঁদের আলো সাক্ষী
পূর্ণিমার আলো তুমি মাখছিলাম গায়।
আরে বামন কি কোনদিনও চাঁদের ছোঁয়া পায়
আয় হায় পরছি চিপায় এইবার কি করা যায়
না ভাইভা কি লাভ পাই না কোন উপায়।
পিরিত করা যাইবো না যদি তোমায় না পাই
যতই কর বাহানা আমি তোমারে চাই
বোঝাই কি দিয়া মন অবুঝ ভালোবাসায়
আবেগ দিয়ে চলে না ঘুরি বড় আশায়
যদি তোমায় না পাই দিয়া দিমু এই জান
আর এসব কথাই বাদ শুধু এই কথাই ডান।ঐ
আমার ভালবাসা পূর্ণিমা তুই আমি তোর মান্না
যা দিছি ভালোবাসা বহুৎ হইছে আর না
আমিও পাইছি এবার আমার নিজের বুঝটা
তাই আলগা পিরিতের কপালে মারি উষ্ঠা
জীবনে ভুল করছস তুই স্বর্ণ ভাইবা তামারে
তুই লোভী স্বর্ণের লোভে বুঝস নাই আমারে
যাও পাখি ভালো থাইকো দোয়া করি মন থেকে
কি ময়না খারাপ লাগে উচিত কথা হুনতে
মনের থাইকা ভালবাসলা না গানের লিরিক্স – সামজ ভাই
tor kajol kalo chokhe ki jadu makha ache
eto iccha keno hoi dekhte bare bar
kichu iccha gele jome kichu khushi tori name
ami ki bojabo vasha nai amar
ken eto lage valo purnimari alo
jeno porlo amar pukur ghate ghorer anginai
tumi moner agun jalo lokhkhi sona valo
ghorer pakhi ghore fire asho nirdhidai.