Bangla Lyrics
Se Januk Lyrics (সে জানুক) Belal Khan | Shovon Roy

Se Januk Lyrics By Belal Khan
Se Januk Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Belal Khan. Music Created by Shovon Roy. This Song Lyrics And Tune was Created By Prosenjit Ojha And Shovon Roy.
Song Details
Song : Se Januk – সে জানুক
Singer : Belal Khan
Lyrics : Prosenjit Ojha
Tune & Music : Shovon Roy
Cast: Sajjad Chowdhury & Tamanna Emu
Label : Protune
সে জানুক গানের লিরিক্স – বেলাল খান
কিছু কিছু ভালোবাসা
ফুল হয়ে ফুটে থাক
যে আমাকে খোঁজে
সে তার গন্ধ পাক
কিছু কিছু ভালোবাসা
ফুল হয়ে ফুটে থাক
যে আমাকে খোঁজে
সে তার গন্ধ পাক
কিছু কিছু ভালোবাসা
হয়ে যাক চাঁদ তারা
সে জানুক তাকে আমি
রাত জেগে জেগে দিয়ে যাই পাহারা
সে জানুক তাকে আমি
রাত জেগে জেগে দিয়ে যাই পাহারা
সে জানুক তাকে আমি
রাত জেগে জেগে দিয়ে যাই পাহারা
সে জানুক তাকে আমি
রাত জেগে জেগে দিয়ে যাই পাহারা
আমার স্বপ্ন তার চোখ ছুঁয়ে আসলে
ঘরদোর জুড়ে ভালো লাগার ঘোর।
মন প্রজাপতি পাখনা মেলে দেয়
আমি থাকি তার প্রেমে বিভোর
মন প্রজাপতি পাখনা মেলে দেয়
আমি থাকি তার প্রেমে বিভোর
কিছু না বলেও,তাকে আমি চিনি
মন থাকে দিশেহারা
কিছু না বলেও,তাকে আমি চিনি
মন থাকে দিশেহারা
আমার হৃদয় জুড়ে তার আসা যাওয়া
আমি দেখি দখিনার মাতাল বাতাস
বুকের ভিতর ভালোবাসার পাখি
আকাশ দেখবে আছে বিশ্বাস
বুকের ভিতর ভালোবাসার পাখি
আকাশ দেখবে আছে বিশ্বাস
দূরে থেকেও যে
আমি তাকে ডাকি
প্রেম যদি দেয় সাড়া
দূরে থেকেও যে
আমি তাকে ডাকি
প্রেম যদি দেয় সাড়া
দূরে থেকেও যে
আমি তাকে ডাকি
প্রেম যদি দেয় সাড়া
Se Januk Lyrics In Bengali
kichu kichu valobasha
phul hoye phute thak
je amake khoje
se tar gondho paak
kichu kichu valobasha
phul hoye phute thak
je amake khoje
se tar gondho paak
se tar gondho paak
kichu kichu valobasha
hoye jak chad tara.
সে জানুক গানটি গেয়েছেন বেলাল খান। মিউজিক তৈরি করেছেন শোভন রায়। এই গানের কথা ও সুর তৈরি করেছেন প্রসেনজিৎ ওঝা এবং শোভন রায়।