Bangla Lyrics

Valobashena Bashe Bondhu Lyrics (ভালোবাসেনা ভাসে বন্ধু) Samz Vai | MR Rizan

Valobashena Bashe Bondhu Lyrics (ভালোবাসেনা ভাসে বন্ধু) Samz Vai | MR Rizan

Valobashena Bashe Bondhu Lyrics By Samz Vai And MR Rizan

Valobashena Bashe Bondhu Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Samz Vai And MR Rizan. Music Created by Samz Vai. This Song Lyrics was Created By Samz Vai And MR Rizan.

Song Details
Song : Valobashena Bashe Bondhu – ভালোবাসেনা ভাসে বন্ধু
Singer : Samz Vai
Rap : MR Rizan
Music : Samz Vai
Lyrics : Samz Vai
Rap Lyrics : MR Rizan
Mix Master : Samz Vai
Flute : Munshi Jewel
Label : Samz Vai Official

ভালোবাসেনা ভাসে বন্ধু গানের লিরিক্স – সামজ ভাই ও এম আর রিজান

মনে মনে রাখা কথা 
যত আধারে মিলায় 
গরমিল সব হিসেব 
কেন আমারও বেলায়
যত পারো তুমি দূরে সরে যাও
আমার থেকে আরও।
ভুলগুলো সব মেনেই নিলাম
যা খুশি তাই কর
কিছু ভুল হলেই ক্ষতি কি
এই ছোট্ট পৃথিবী।
ঘুরে ঘুরে আবার দেখা হব
কিছু মানুষ আসে চলে যায়
এই সময়ের শিকলটাই।
আটকে আর কতদিন রবে
ভালো বাসে না ভাসে বন্ধু
অন্য জনারে।
আমার ভালোবাসা বুঝলো না রে
কাছে আসে না আসে না
কতদিন হয় রে।
প্রাণটা আমার ছটফট করে মরে
একদিন দেখা তো হবে 
কিন্তু জানিনা কবে।
পাগল মন আমার সারা 
দিন কেন তার কথা ভাবে
আর ভেবেই কি হবে 
শুনি তারে কি পাবে।
বেরি না দিলে পায়ে
পাখি উড়েই তো যাবে
মনের মানুষরে ভুলতে চাইলেই
ভোলা কি যায়।
ভালো কে কারে বাসে
আর কে কারে পায়
কিছু থাইকা যায় স্মৃতি
দিন আসে আর যায়।
তারে পাবনা জানি
তবুও থাকি আশায়
হাজার স্বপ্ন দেখায়
মিথ্যা ভালোবাসায়।
সেই কতটা সুখী
 আমায় দুঃখে ভাষায়
আমার মতোই বা কে
তারে এত হাসায়।
জানি বুঝব সে একদিন আমি
আছি এই প্রত্যাশায়
ভালো বাসে না জানি 
সে এখন আমায়।
তবু মন আমার কেন 
এত তাহারে চাই
আজও কেন আমি থাকি 
শুধু তারি আশায়।
সে তো দুনিয়ার তালে 
তালে বদলায়া যায় 
ভালো বাসে না ভাসে বন্ধু
অন্য জনারে।
আমার ভালোবাসা বুঝলো না রে
কাছে আসে না আসে না
কতদিন হয় রে
প্রাণটা আমার ছটফট করে মরে।

Valobashena Bashe Bondhu Lyrics In Bengali

mone mone rakha kotha
joto adhare milai
gormil sob hisebe
keno amaro belai
joto paro tumi dure sore jao
amar theke aro.

ভালোবাসেনা ভাসে বন্ধু গানটি গেয়েছেন সামজ ভাই ও এম আর রিজান। মিউজিক তৈরি করেছেন সামজ ভাই। এই গানের কথা ও সুর তৈরি করেছেন সামজ ভাই এবং এম আর রিজান।

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button