Bangla Lyrics
Eklara Lyrics (একলারা) Timir Biswas | Neel Sarkar

Eklara Lyrics By Timir Biswas And Neel Sarkar
Eklara Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Timir Biswas. Music Created by Neel Sarkar. This Song Lyrics was Created By Saswata Ray.
Song Details
Song : Eklara – একলারা
Vocal : Timir Biswas
Composition & Arrangement : Neel Sarkar
Lyrics : Saswata Ray
Digital Painting & Story : Kshaunish Kayal
Animation & Edit : Vivek Das
Label : Timir Biswas
একলারা লিরিক্স – তিমির বিশ্বাস
আমার মেঘলা মন
মেঘের দেশে উড়ে যা
এ মন বন্ধুহারা, কুলকিনারা
দেখতে পায় না।
খুব সাধারণ, আমার দিনযাপন
ডুব ছায়ায়
এ মন তুই ছাড়া আর কিচ্ছু খুব
দেখতে চায় না।
আমার মেঘলা মন
মেঘের দেশে উড়ে যা
এ মন বন্ধুহারা, কুলকিনারা
দেখতে পায় না।
আরে না রে না
তুই একলা হারিস না
সাঁতরে আছি, আলগা ভাসি
তুই তোরই সীমানা।
শত অবাক জীবনে
মন চেনার আগুনে
ঠিকের হিসেবে ভুলেই পাবি
মায়া মনের মোহনা।
বদল, কার ঘুমে মুখচুমে
আদুরে শৈশব চায়
আসল, কি করে সব বুঝে
ভুল বোঝে ভালোবাসায়।
আ আ আয়
আমার একলা মন
ছাপেনা বিজ্ঞাপন, রং ভারী
অচেনা হোঁচট খায়, মিছিলে হারিয়ে যায়
সব-বারই।
আমার মেঘলা মন
মেঘের দেশে উড়ে যা
এ মন বন্ধুহারা, কুলকিনারা
দেখতে পায় না।
এক সহজ জন, চাপানো ঋণের মন
বইতে পারে না
এ মন তুই ছাড়া আর
কিচ্ছু খুব দেখতে চায় না।
Eklara Lyrics In Bengali
Amar meghla mon
megher deshe ure ja
E mn bondhuhara
kulkinara dekhte paay na
Khub sadharon amar
dinjapon doob chayay
E mon tui chara aar kicchu
khub dekhte chaay na
Aare na re na tui ekla haris na
Santre achi aalga bhasi
Tui tori simana
Shoto obak jibone
mon chenar aagune
Thiker hiseb bhulei pabi
Maya moner mohona
Bodol kar ghume mukhchume
Adure shoishob chaay
Asol ki kore sob bujhe
Bhul bojhe bhalobashay
Amar ekla mon
Chapena biggapon rong bhari
Ochen hochot khaay
michile hariye jaay
Sob baari.
একলারা গানটি গেয়েছেন তিমির বিশ্বাস। মিউজিক তৈরি করেছেন নীল সরকার। এই গানের কথা ও সুর তৈরি করেছেন শাশ্বতা রায়।