Bangla LyricsTrending Lyrics
Bhalobashi Tomake Lyrics (ভালোবাসি তোমাকে) Marcell | Porshi

Bhalobashi Tomake Lyrics By Marcell And Porshi
Bhalobashi Tomake Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Marcell & Porshi. Music Created by Marcell. This Song Lyrics And Tune was Created By Mehedi Hasan Limon And Marcell.
Song Details
Song: Bhalobashi Tomake – ভালোবাসি তোমাকে
Singer: Marcell & Porshi
Lyric: Mehedi Hasan Limon
Tune & Music: Marcell
Album: Single
Drama: Bhalobashi Tomake – ভালোবাসি তোমাকে
Cast: Niloy Alamgir, Porshi & Shahbaz Sunny
Label: Central Music and Video [CMV]
ভালোবাসি তোমাকে লিরিক্স – মার্সেল ও পরশি
কিভাবে এতো ভালবাসো
কেমন করে মায়ায় বাধো আমায়
এ ভাবে সোভাবে
তুমি মিশে থাকো এই হৃদয় আঙ্গিনায়
তুমি কেমন জানি বুঝিনা আমি
কেনো মনে হয় তবুও তুমি সবটাই
দিবানিশি কি যেন এখন
বাড়ীর টানে যেমন চাতক প্রানটা
তোমার মত আমার কেহ নাই কেহ নাই
বুঝে যে আমায় পুরোটাই পুরোটাই
তোমার মত আমার কেহ নাই
ভালবাসি তোমায় পুরোটাই
ছোট ছোট বায়না গুলো
ভিষন ভাল লাগে
আমার আপন বলতে
তুমি সব কিছুর আগে – ২
বলতে পারি গল্প কথা
লিখতে পারি নিজের খাতা
কম হবে তোমার তুলনা – ২
তোমার মত আমার কেহ নাই কেহ নাই
বুঝে যে আমায় পুরোটাই পুরোটাই
তোমার মত আমার কেহ নাই
ভালবাসি তোমায় পুরোটাই – ২
Bhalobashi Tomake Lyrics In Bengali
Kivabe Eto Valobasho
Kemon Kore Mayay Badho Amay
E VAbe Shovabe
Tumi Mishe Thako Ei Hridoy Anginay
Tumi Kemon Jani Bujhina Ami
Keno Mone Hoy Tobu Tumi Sobtai
Dibanishi Ki Jeno Ekhon
Barir Tane Jemon Chatok Pranta
Toamr Moto Amar Keho Nai Keho Nai
Bujhe Je Amay PuroTai Purotai
Tomar Moto Amar Keho Nai
Valobashi Tomay Purotai.
ভালোবাসি তোমাকে গানটি গেয়েছেন মার্সেল ও পরশি। মিউজিক তৈরি করেছেন মার্সেল। এই গানের কথা ও সুর তৈরি করেছেন মেহেদী হাসান লিমন ও মার্সেল।