Bangla Lyrics
Tar Kach Theke Dure Lyrics (তার কাছ থেকে দূরে) My 1st Love

Tar Kach Theke Dure Lyrics By Sharna And Emil From My 1st Love
Tar Kach Theke Dure Lyrics Is a Bangla My 1st Love Natok Song. This Song Is Sung By Sharna & Emil. Music Created by Apple Mahmud Emil. This Song Lyrics And Tune was Created By Apple Mahmud Emil.
Song Details
Song – Tar Kach Theke Dure – তার কাছ থেকে দূরে
Singer – Sharna & Emil
Natok – My 1st Love
Lyrics, Tune & Music – Apple Mahmud Emil
Producer – Faisal Azad
Cast – Musfiq R. Farhan, Keya Payel, Jahan Asif, Urmi Jannatull, Ferdous, Ratna Khan, Nazrul Islam, Nusrat Jahan Smriti & Many More.
Label – Swadesh Entertainment
তার কাছ থেকে দূরে গানের লিরিক্স – স্বর্না ও এমিল
তার কাছ থেকে উড়ে
চলে এসেছি দুরে
তবুও তার কাছে মন
আমার থাকে পরে
চেনা অচেনা রাস্তা জুরে
তাহার হাতটা ধরে
মন চায় ছুটে আসি
হাটি কোন ভোরে
কাটেনা কাটেনা দিন তো কাটেনা
তোমাকে ছাড়া এ মন মানেনা
বুঝিনা বুঝিনা কিছু ত বুঝিনা
কাছে এসে আমায় ভালবাসনা
একটুও আড়ালে যেতে দেয়নি তোমায়
তোমারি ভাবনারা জাগিয়ে রাখে আমায়
তুমি কি আমারি সে আমি শুধু জানি
এ হৃদয়ে আকা তোমার মুখ খানি
কাটেনা কাটেনা দিন তো কাটেনা
তোমাকে ছাড়া এ মন মানেনা
বুঝিনা বুঝিনা কিছু ত বুঝিনা
কাছে এসে আমায় ভালবাসনা
কাটেনা কাটেনা দিন তো কাটেনা
তোমাকে ছাড়া এ মন মানেনা
বুঝিনা বুঝিনা কিছু ত বুঝিনা
কাছে এসে আমায় ভালবাসনা
Tar Kach Theke Dure Song Lyrics in Bengali
tar kach theke ure
chole eshechi dure
tobuo tar kache mon
amar thake pore
chena achena rasta jure
tahar hatta dhore
mon chuye ashi
hati kono vore.
তার কাছ থেকে দূরে গানটি গেয়েছেন স্বর্না ও এমিল। মিউজিক তৈরি করেছেন অ্যাপল মাহমুদ এমিল। এই গানের কথা ও সুর তৈরি করেছেন অ্যাপল মাহমুদ এমিল।