Bangla Lyrics

Na Pawa Tumi Song Lyrics (না পাওয়া তুমি) Shamiul Shezan

Na Pawa Tumi Lyrics by Shamiul Shezan

Na Pawa Tumi Lyrics Is Bangla Sad Song. This Song Is Sung By Shamiul Shezan. Music Composed by Din Shamiul Shezan. This Song Lyrics & Tune Created By Shamiul Shezan.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26.com এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Dtails
Song: Na Pawa Tumi (না পাওয়া তুমি)
Artist : Shamiul Shezan
Lyric : Shamiul Shezan
Tune : Shamiul Shezan
Composition : Shamiul Shezan
Vocal: Shamiul Shezan
Mix and mastered by: Shamiul Shezan

না পাওয়া তুমি গানের লিরিক্স – শিমুল সেজান

সীমাহীন ছলনাতে
মিথ্যে তোমার পুরোটা,
কালো মেঘে কেঁদেছে
তোমার তীব্র নিষ্ঠুরতায়। 
এভাবে দিন আঁধারে গড়িয়ে
দুটি পথ দু দিকে হারিয়ে,
তোমার দিয়ে যাওয়া আঘাতে
কেঁদেছে মায়া তোমায় ফেরাতে। 
আ ….আ….
সেই তুমি আমার নও
না পাওয়া শহর স্তব্ধ,
সেই তুমি আমার নও
না পাওয়া শহর স্তব্ধ। 
আঁধারে রাতে আমার শুন্য প্রতিক্ষণ
জেগে থাকি ব্যথা জড়িয়ে সারাক্ষণ,
পারিনি তোমার ছায়া হতে কভুও
এভাবেই হেরে যায় ভালোবাসা সব। 
কি করে ভুলি তোমায়
আঁধারে মেশালে আমায়,
ভিড়ের এ শহরে আমি একা
তোমায় খুঁজে যাই। 
এভাবে দিন আঁধারে গড়িয়ে
দুটি পথ দু দিকে হারিয়ে,
তোমার দিয়ে যাওয়া আঘাতে
কেঁদেছে মায়া তোমায় ফেরাতে। 
এভাবে দিন আঁধারে গড়িয়ে
দুটি পথ দু দিকে হারিয়ে,
তোমার দিয়ে যাওয়া আঘাতে
কেঁদেছে মায়া তোমায় ফেরাতে। 
সেই তুমি আমার নও
না পাওয়া শহর স্তব্ধ,
সেই তুমি আমার নও
না পাওয়া শহর স্তব্ধ,
সেই তুমি আমার নও
না পাওয়া শহর স্তব্ধ। 

Na Pawa Tumi Song Lyrics In Bengali

Simaheen chlonate mitthey tomar purota
Kalo meghe kedeche tomar tibro nisthurotay

Evabe din andhare goriye
Duti poth dudike hariye
Tomar diye jaowa aghate
Kedeche maya tomay ferate

Sei tumi amar nou
Na paowa shohor stobdho

Andhare raate amar shunno protikkhon
Jege thaki beytha joriye sarakkhon
Parini tomar chaya hobe kobhuo
Evabei here jaay valobasha shob

Ki kore bhuli tomay
Andhare meshale amay
Bhirer e shohore ami eka
Tomay khuje jai

না পাওয়া তুমি গানটি গেয়েছেন সামিউল সেজান। গানটির সুর দিয়েছেন এবং গানের লিরিক্স লিখেছেন সামিউল সেজান।

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button