Bangla Lyrics
Jochnar Gaan Lyrics (জোছনার গান) Sharmin Sultana Sumi | Chirkutt Band
Jochnar Gaan Lyrics By Sharmin Sultana Sumi From Chirkutt Band
Jochnar Gaan Lyrics Is Bangla Song. This Song Is Sung By Sharmin Sultana Sumi. Music Composed by Chirkutt. This Song Lyric And Tune was Created By Chirkutt.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song : Jochnar Gaan – জোছনার গান
Band : Chirkutt
Singer : Sharmin Sultana Sumi
Lyrics, Tune And Music : Chirkutt
Label : G Series
Jochnar Gaan Song Lyrics In Bengali
রাতের আকাশে চাঁদ একা জাগে রে
রাতের আকাশে চাঁদ একা জাগে রে
কোন কুয়াশায় ঢেকে দিয়ে যায়
কোন কুয়াশায় ঢেকে দিয়ে যায়
তার পঞ্চমী সুখ আর পূর্ণিমা স্বাদ
রাতের আকাশে চাঁদ একা জাগে রে।
পূর্ণিমা বহুদূর
পূর্ণিমা বহুদূর এখনো অনেক রাত
জাগা বাকি আছে তার
পূর্ণিমা বহুদূর এখনো অনেক রাত
জাগা বাকি আছে তার
ওদিকে আকাশ পথে মেঘের অভিমান
প্রবাসী চাঁদই তার সেই হতাশা নিয়ে
একা জাগে রে
রাতের আকাশে চাঁদ একা জাগে রে
রাতের আকাশে চাঁদ একা জাগে রে
কোন কুয়াশায় ঢেকে দিয়ে যায়
কোন কুয়াশায় ঢেকে দিয়ে যায়
তার পঞ্চমী সুখ আর পূর্ণিমা স্বাদ
রাতের আকাশে চাঁদ একা জাগে রে।
একা চাঁদ একা রাত
একা চাঁদ একা রাত কে যেন পেতেছে ফাঁদ
জোছনার দেখা নাই
একা চাঁদ একা রাত কে যেন পেতেছে ফাঁদ
জোছনার দেখা নাই
আমিও তাদের মতো কি খুঁজে যাই
নাই চাঁদ নাই রাত তবুও গল্প নিয়ে
একা হাঁটি রে
রাতের আকাশে চাঁদ একা জাগে রে
রাতের আকাশে চাঁদ একা জাগে রে
কোন কুয়াশায় ঢেকে দিয়ে যায়
কোন কুয়াশায় ঢেকে দিয়ে যায়
তার পঞ্চমী সুখ আর পূর্ণিমা স্বাদ
রাতের আকাশে চাঁদ
জোছনার গান গানের লিরিক্স – চিরকুট ব্যান্ড
Raater akashe chand eka jaage re
Kon kuashay dheke diye jaay
Taar ponchomi sukh aar purnima swad
Raater akashe chad eka jaage re
Purnima bohudur ekhono onek raat
Jaga baki ache taar
Odike akash pothe megher obhimaan
Probashi chandi taar sei hotasha niye
Eka jaage re
Eka chand eka raat ke jeno peteche fand
Jochonar dekha nai
Amio tader moto ki khuje jai
Nai chand nai raat tobuo golpo niye
Eka haati re
Raatero akashe chand eka jaage re.