Islamic Song
Eid Anondo Gojol Lyrics (ঈদ আনন্দ) Holy Tune | Eid Song
Eid Anondo Gojol Lyrics By Holy Tune
Eid Anondo Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Rifat Rahman, Jahidul Islam Shawon, Hujaifa Islam, Nowshad Hossain, Sabbir Ahmad. This Song Lyric And Tune was Created By Tanvir Aziz Sakib And Muhammad Badruzzaman.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Eid Anondo – ঈদ আনন্দ
Singer : Rifat Rahman, Jahidul Islam Shawon, Hujaifa Islam, Nowshad Hossain, Sabbir Ahmad
Lyric : Tanvir Aziz Sakib
Tune : Muhammad Badruzzaman
Record Label : Holy Tune Studio
Sound Design : Khizir Muhammad
Video Director : Pritom Zahid
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
Label: Holy Tune
Eid Anondo Gojol Lyrics In Bengali
ঈদ মোবারক, ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক, ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ।
আনন্দ আজ বাড়ছে দিগুণ
চাঁদ উঠেছে বলে
উচ্ছ্বাসিত মুমিন হৃদয়
ঈদগাহেতে চলে।
আনন্দ আজ বাড়ছে দিগুণ
চাঁদ উঠেছে বলে
উচ্ছ্বাসিত মুমিন হৃদয়
ঈদগাহেতে চলে।
মসজিদে ঈদগাহে চলে
ঈদের আয়োজন
খুশীর মেলায় জমবে কতো
আপনও প্রিয়জন।
কোলাকোলি মুসাফায়ে বাজে
খুশীরই গিদ।
ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ।
গরিব ধনীর মুখে আছে
আনন্দ ময় হাঁসি
এক ফালি চাঁদ এসেছে আজ
করে দিতে খুশী।
গরিব ধনীর মুখে আছে
আনন্দ মায় হাঁসি
এক ফালি চাঁদ এসেছে আজ
করে দিতে খুশী।
বিষাদ মাখা দিন গুলো আজ
ভুলে যাবে সব
আনন্দ ময় দিবস আজই
দিলেন মোদের রব।
কোলাকোলি মুসাফায়ে বাজে
খুশীরই গিদ।
ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ।
ঘরে ঘরে খুশীর হওয়ায় হওয়ায়
চলে ঈদের আমেজ
পাক্কা মুসলমানের খুশী
ঈমান তো আজ সতেজ।
ঘরে ঘরে খুশীর হওয়ায় হওয়ায়
চলে ঈদের আমেজ
পাক্কা মুসলমানের খুশী
ঈমান তো আজ সতেজ।
সব বেধাবেদ ভুলে গিয়ে
কলবকে সাঁজাও
ঈদের দিনে হিংসা ভুলে
পবিত্রে মন রাঙ্গাও।
কোলাকোলি মুসাফায়ে বাজে
খুশীরই গিদ।
ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ।
ঈদ আনন্দ গজলের লিরিক্স
eid mubarak eid mubarak
eid mubarak eid
eid mubarak eid mubarak
eid mubarak eid
anondo aaj barche digun
chad utheche bole
ucchbasita mumin hridoy
eidgahete chole
anondo aaj barche digun
chad utheche bole
ucchbasita mumin hridoy
eidgahete chole.