Bangla Lyrics
Paglate Mon Lyrics (পাগলাটে মন) Abanti Sithi
Paglate Mon Lyrics By Abanti Sithi
Paglate Mon Lyrics Is Bangla Song. This Song Is Sung By Abanti Sithi. Music Composed by Suman Kalyan. This Song Lyric And Tune was Created By Bipul Talukder And Mohon Roy.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song: Paglate Mon – পাগলাটে মন
Singer: Abanti Sithi
Lyrics: Bipul Talukder
Tune: Mohon Roy
Music: Suman Kalyan
Videography: Babu & Faysal
Label: Dhruba Music Station
Paglate Mon Song Lyrics In Bengali
সা পা সা মা, গা রে সা
সা পা সা মা, গা রে সা
স্বপ্ন জুড়ে আসে যে জন
ও স্বপ্ন জুড়ে আসে যে জন
ঘুম বাঙলে পাইনা তারে
এ কেমন পাগলাটে মন
অজান্তে খুঁজি যখন তখন
চোখ বুজলেই পরশ পাই
পরষে জাগে প্রেম
প্রেমে তবু দেই না ধরা
আসে না তো রাধার শ্যাম
কেমনে গড়বো এ জীবনে
কেমনে গড়বো এ জীবনে
আমার প্রেমের বৃন্দাবন
এ কেমন পাগলাটে মন
অজান্তে খুঁজি যখন তখন
রাতের পরে রাত আসুক
দিনের আলো চাই না
স্বপ্নে বাঁশি বাজে বাজুক
আঁধার কাটুক যন্ত্রনা
হৃদয় জমা প্রেমে যত
হৃদয় জমা প্রেমে যত
তোমাতে করবো সমর্পন
এ কেমন পাগলাটে মন
অজান্তে খুঁজি যখন তখন।
পাগলাটে মন গানের লিরিক্স
Shopno jure ase je jon
Ghum banle paina tare
E kamon paglate mon
Ajante khuji jakhon takhon
Cokh bujlei paros pai
Parose jage prem
Preme tabu dei na dhora
Ase na to radhar syam
Kemne gorbo e jibone
Amar premer brindabon
E kamon paglate mon
Ajante khuji jakhon takhon.