Bangla Lyrics
Ami Mitthe Bolbo Na Lyrics (আমি মিথ্যে বলবো না) Samz Vai
Ami Mitthe Bolbo Na Lyrics By Samz Vai
Ami Mitthe Bolbo Na Lyrics Is Bangla Song. This Song Is Sung By Samz Vai. Music Composed by Ah Turjo. This Song Lyric And Tune was Created By Jashim Uddin Akash And SK Sanu.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song : Ami Mitthe Bolbo Na – আমি মিথ্যে বলবো না
Singer : Samz Vai
Lyricist : Jashim Uddin Akash
Tune : SK Sanu
Music : Ah Turjo
Label : BD29 Multimedia
Ami Mitthe Bolbo Na Song Lyrics In Bengali
আমি মিথ্যে বলবো না
আমি সত্যি বলি যে
তোমায় আগের মতো মনে করে
এখন আমি আর তো কাঁদি না
তুমি আমায় নিয়ে, আর ভেবো না
তুমি ভেবেছিলে এই জীবনে
তোমায় ছাড়া নিশ্বাস চলবে না
আমার নিশ্বাস চলবে না
কাঁদি কাঁদি না আমি
আর তো কাঁদি না
তোমায় মনে করে আমি
আর তো কাঁদি না (২ বার)
তোমার মিথ্যে ভালোবাসার খেলায়
গেছি আমি ভুলে
মনটায় আমার পাষাণ হলো
বুকে আগুন জ্বলে (২ বার)
মরে যাবো তবু আমি
তোমায় চাইবো না
আমি তোমায় চাইবো না
কাঁদি কাঁদি না আমি
আর তো কাঁদি না
তোমায় মনে করে আমি
আর তো কাঁদি না (২ বার)
নীল আঁকাশের নীলে তোমায়
কত খুঁজেছি
ভালোবাসার নামে শুধু
ব্যথা পেয়েছি (২ বার)
পোড়া হৃদয় ছিল আমার
সুখতো ছিল না
মনে সুখতো ছিল না
কাঁদি কাঁদি না আমি
আর তো কাঁদি না
তোমায় মনে করে আমি
আর তো কাঁদি না (২ বার)
আমি মিথ্যে বলবো না গানের লিরিক্স
Ami mitthe bolbo na
Ami sotti boli je
Tomay ager moto mone kore
Akhon ami ar kadi na
Tumi amay niye ar bhebo na
Tumi bhebecile ei jibone
Tomay cara nisas colbe na
Kadi kadi na ami
Ar to kadi na
Tomay mone kore ami
Ar kadi na
Tomar Mitthe valobashar khelay
Gechi ami vule
Montay amar pashan holo
Buke agun jole