Bangla Lyrics
Vagge Beiman Ta Nai Lyrics (ভাগ্যে বুঝি বেঈমান টা নাই) Atif Ahmed Niloy
Vagge Beiman Ta Nai Lyrics By Atif Ahmed Niloy
Vagge Beiman Ta Nai Lyrics Is Bangla Song. This Song Is Sung By Atif Ahmed Niloy. Music Composed by Anim Khan. This Song Lyric And Tune was Created By Atif Ahmed Niloy.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song : Vagge Beiman Ta Nai – ভাগ্যে বুঝি বেঈমান টা নাই
Singer : Atif Ahmed Niloy
Lyrics :Atif Ahmed Niloy
Tune : Atif Ahmed Niloy
Drone : Prince Samsul
Music : Anim Khan
Label : Samsul Official
Vagge Beiman Ta Nai Song Lyrics In Bengali
থাকতে আমার চায়না রে মন
তোরে ছাড়া এই ত্রিভূবন
ঘুমটা কেউ আর ভাঙায় না রে
গভীর রাতে দেয়নারে ফোন (২ বার)
এখন গভীর ঘুমটা কেউ ভাঙায় না
আগের মত রাত জাগি না
নেশার মাঝে তোরে খুইজা লই
আমার ভাগ্যে বুঝি বেইমান টা নাই
রোজ হাশরে বেইমান টার চাই
আমার ভাগ্যে বুঝি বেইমান টা নাই
রোজ হাশরে বেইমান টার চাই
প্রতি মদের বোতল দুঃখ জানে
আমার টানে কান্না থামে
কেহো তো করেনা আজ বারণ
তোর মত আজও কেউরে পাই না
তাইতো ভালোবাসা হয়না
গাজার ধোয়া হয়েছে রে আপন
আমার ভাগ্যে বুঝি বেইমান টা নাই
রোজ হাশরে বেইমান টার চাই
আমার ভাগ্যে বুঝি বেইমান টা নাই
রোজ হাশরে বেইমান টার চাই
এখন দুনিয়াটা একা লাগে
রাস্তা গুলো ফাঁকা লাগে
এই দুনিয়ায় কেউ তো কারো নয়
আজ মা-বাবাও দেয় না রে ঠাই
নেশা আপন হইছেরে তাই
কেউ বোঝেনা আমি ভালো নাই
আমার ভাগ্যে বুঝি বেইমান টা নাই
রোজ হাশরে বেইমান টার চাই
আমার ভাগ্যে বুঝি বেইমান টা নাই
রোজ হাশরে বেইমান টার চাই
ভাগ্যে বুঝি বেঈমান টা নাই গানের লিরিক্স
Thakte amar chayna re mon
Tore chara ai trivubon
Ghumta keo ar vangay na re
Govir rate deynare phone
Akhon govir ghumta keo vangay na
Ager moto rat jagi na
Neshar majhe tore khuija loi